সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরে হাসা যাবে না। ব্যবহার করা যাবে না মোবাইল ফোন। ছেঁড়া যাবে না কোনও কাগজপত্র। এইরকমই একগুচ্ছ নিয়ম লাগু হতে চলেছে উত্তরপ্রদেশ বিধানসভায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিধানসভায় বিধায়কদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে যোগী রাজ্যে। নতুন এই নিয়ম অনুযায়ী, সভাকক্ষের ভিতরে বিধায়করা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। ছেঁড়া যাবে না কোনও রকমের নথি বা কাগজপত্র। এছাড়াও, যখন কেউ বক্তব্য রাখবেন বা কারও প্রশংসা করবেন তখন তাঁর দিকে আঙুল তোলা যাবে না। স্পিকারের দিকে পিছন ফিরে বসা বা দাঁড়ানো যাবে না। কোনও ধরনের অস্ত্র নিয়ে ঢোকা যাবে না বিধানসভায়। এমনকী, সদস্যদের লবি চত্বরে দাঁড়িয়ে কথা বলা, জোরে হাসা ও ধূমপানেও রয়েছে নিষেধাজ্ঞা।
এ বিষয়ে উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মোহানা পিটিআইকে জানিয়েছেন,”সোমবার এই নতুন নিয়মবিধি পেশ করা হয়েছে। বুধবার এই বিষয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে এটি পাশ করানো হবে।” ১৯৫৮ সাল থেকে উত্তরপ্রদেশ বিধানসভায় যে নিয়মবিধি কার্যকর ছিল ২০২৩ সালে সেই নিয়মবিধির পরিবর্তন হবে।
নতুন নিয়মবিধি কার্যকর হলে, বিধানসভার প্রত্যেক সদস্যদের স্পিকারের চেয়ারের দিকে মাথানত করে শ্রদ্ধা জানাতে হবে। কক্ষে প্রবেশ ও বেরনোর সময় কিংবা নিজেদের চেয়ারে বসা ও ওঠার সময় স্পিকারের দিকে পিছন ফিরে দাঁড়ানো যাবে না। এছাড়াও বিধানসভায় চোদ্দদিন আগে অধিবেশন ডাকার নিয়ম ছিল তা কমে এখন সাতদিন করা হবে। এছাড়াও, সভাকক্ষ থেকে কোনওরকম বই, নথিপত্রও নেওয়া যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.