Advertisement
Advertisement
CM Yogi

উত্তরপ্রদেশে যোগীর নয়া উদ্যোগ, কর্মীদের অধিকার রক্ষায় UPCOS গঠন

কর্মীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করাই কর্পোরেশনের মূল লক্ষ হবে।

The Uttar Pradesh Outsource Service Corporation has been approved by CM Yogi
Published by: Hemant Maithil
  • Posted:July 4, 2025 1:11 pm
  • Updated:July 4, 2025 1:50 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: একের পর এক উন্নয়নের ধারা যখন উত্তরপ্রদেশে অব্যাহত, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ। সম্প্রতি যোগী আদিত্যনাথের নির্দেশে রাজ্যে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশন(UPCOS)। এই পরিষেবায় রাজ্যের চুক্তিভিত্তিক বেসরকারি কর্মীরা তাদের সমস্তরকম ন্যায্য সুযোগ-সুবিধা পাবেন।

বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী সভাপতিত্ব করে UPCOS গঠনের অনুমোদন দিলেন। এই অধিবেশনে ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কর্পোরেশনের পরিকাঠামো, কার্যকারিতা ও পরিধি নিয়ে আলোচনা চালিয়ে যান।

কর্মীদের শ্রম আইন, পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা আরও নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর এই নয়া উদ্যোগে খুশি হয়েছেন রাজ্যের সকল মানুষ। এতদিন পর্যন্ত কর্মীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন। কিন্তু এবার থেকে যোগীর নয়া সিদ্ধান্তে এই সমস্যার সহজ সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশমতো এবার থেকে কর্মীদের পারিশ্রমিক প্রতিমাসের ৫ তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অযাকাউন্টে পাঠানো হবে। ইপিএফ ও ইএসআইসি সহ অন্যান্য সমস্ত সুযোগ-সুবিধাও যাতে কর্মীরা যথাযথ ভাবে ব্যবহার করতে পারেন সেদিকে নজর রাখা হবে। এমনকী কোনও কর্মীকে উপযুক্ত কারণ না দর্শিয়ে অপসারণ করা যাবে না। এর অন্যথা হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে কর্পোরেশনের পক্ষ থেকে।

UPCOS পরিষেবা জেলা স্তরেও সক্রিয় ভূমিকা পালন করবে যাতে রাজ্যের সর্বত্রই কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত থাকে। যোগীর এই উদ্যোগ শুধু যে প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনবে তা নয়, বরং লক্ষ লক্ষ কর্মীর জীবনে স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement