Advertisement
Advertisement
industrial development

উত্তরপ্রদেশ এখন ‘উদ্যম’ প্রদেশ! আগ্রা ও প্রয়াগরাজে গড়ে উঠবে বিশ্বমানের নয়া শিল্পতালুক

কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে তৈরি হচ্ছে ওই শিল্পতালুকগুলি।

The Yogi government is going to accelerate industrial development across the state.
Published by: Hemant Maithil
  • Posted:June 26, 2025 1:34 pm
  • Updated:June 26, 2025 1:34 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে এবারে বিনিয়োগে বিপ্লব! রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে নয়া শিল্পতালুক গড়ে উঠতে চলেছে যোগীর নেতৃত্বে। আগ্রা ও প্রয়াগরাজে বিশ্বমানের দুটি অত্যাধুনিক শিল্পতালুক তৈরি হবে বলে জানা যাচ্ছে।

অমৃতসর-কলকাতা শিল্প করিডোর(AKIC) প্রকল্পের অধীনে এই কাজ শুরু হবে শীঘ্রই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ‘ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার আগ্রা প্রয়াগরাজ লিমিটেড’ এই কাজের দায়িত্ব গ্রহণ করেছে। প্রকল্প বাস্তবায়নের জন্য একটি বিশেষ দল এই কাজের তদারকি করবে বলে জানা গেছে। আগ্রা ও প্রয়াগরাজে এই শিল্পতালুকগুলি গড়ে উঠলে উত্তরপ্রদেশের শিল্প উন্নয়নে এক বিরাট পরিবর্তন আসবে বলে দাবি রাজ্য সরকারের। এই শিল্পায়ন শুধু যে যোগীর উত্তরপ্রদেশে আঞ্চলিক অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে, তাই নয়। একইসঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে গোটা রাজ্যের মানুষ উপকৃত হবেন।

এই কাজে জমি ও সম্পদ সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে উত্তরপ্রদেশ স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPSIDA)। অন্যদিকে অর্থায়ন ও কারিগরি সহায়তায় রাজ্যের পাশে রয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড'(NICDC)। পরিকল্পনা অনুযায়ী এই শিল্প তালুকগুলিতে থাকবে গবেষণা ও উন্নয়ন ইউনিট, প্রযুক্তিগত উদ্ভাবন ও বিভিন্ন ধরনের উৎপাদন ইউনিট।

সামগ্রিক অবকাঠামো তৈরিতে আনুমানিক ১০৪৬ কোটি টাকা খরচ হতে পারে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে ৩৬ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। এই শিল্পতালুক দুটি চালু হলে শিল্প মানচিত্রে যোগীরাজ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে। যোগী সরকারের দাবি, উত্তরপ্রদেশকে ‘উদ্যম প্রদেশে পরিণত করার জন্য কাজ করে চলেছে রাজ্য প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement