Advertisement
Advertisement
GST

উৎসবের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি, নতুন জিএসটি কাঠামোয় সস্তা হল কী কী?

একাধিক খাবারের দাম কমতে চলেছে নতুন জিএসটি কাঠমোয়।

Things which will get cheaper on new GST slab

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 3, 2025 11:26 pm
  • Updated:September 4, 2025 12:09 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে দেশবাসীকে উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথা অনুযায়ীই জিএসটি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কাউন্সিল। নবরাত্রির প্রথম দিন, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। অর্থাৎ উৎসবের মরশুমেই একঝাঁক পণ্যের দাম কমবে। সুরাহা হবে আমজনতার।

Advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে। 

১৮ এবং ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা-এগুলিতেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে ৫%। 

মধ্যবিত্তের কথা ভেবে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশ ওয়াশিং মেশিন, মনিটর, ৩৫০ সিসির কম মোটর বাইক, তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, বাস, ট্রাকের জিএসটি। পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেনসিল, রবারের জিএসটি একেবারে মকুব করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে ২২ সেপ্টেম্বর থেকে। তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, বড় দামী গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম বাড়বে। এই জিনিসগুলির উপর ৪০ শতাংশ জিএসটি বসাতে চলেছে কাউন্সিল। ব্যক্তিগত ব্যবহারের জন্য হেলিকপ্টার, প্লেন, ইয়টেও ৪০ শতাংশ জিএসটি বসছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ