সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক বিষয়ে মা-বাবার সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত। শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে ভারী বস্তু দিয়ে আঘাত করে মাথা থেঁতলে মা ও বাবাকে খুনই করে বসলেন বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা যুবক। ঘটনার পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে পলাতক হন তিনি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত সন্ধান মেলেনি অভিযুক্ত যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে বেঙ্গালুরু শহরের কোডিগেহাল্লি এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শরৎ (২৭)। সোমবার সে খুন করে বাবা ভাষ্কর (৬১) এবং মা শান্তাকে (৬০)। পুলিশ জানিয়েছে দম্পতির দুই সন্তান। বড় ছেলে সাজিথ কাছেই ডিন্ডলু এলাকায় আলাদা থাকতেন। ছোট ছেলের সঙ্গে থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা-মা। প্রতিবেশীদের বক্তব্য, ছেলের সঙ্গে দম্পতির নিত্য অশান্তি লেগে থাকত। এর ফলেই হত্যার কাণ্ডের দিন সাহাহ্যের জন্য দম্পতি চিৎকার করলেও প্রতিবেশীরা ঝগড়া হচ্ছে ভেবে আমল দেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.