Advertisement
Advertisement

হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক

আজকের দিনে এমন চালক খুঁজে পাওয়া যায় না।

This OLA cab driver gives patients free ride to hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2017 9:11 am
  • Updated:May 26, 2017 9:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলা কিংবা উবের-এর প্রসঙ্গ উঠলেই অনেকে মুখ বেঁকান। এখন তো প্রায়দিনই নানান ধরনের অভিযোগ পাওয়া যায়। কিন্তু এর মধ্যেই যে কয়েকজন ব্যতিক্রম রয়েছে, সেটা প্রমাণ করে দিলেন ম্যাঙ্গালোরের ওলা গাড়ির চালক সুনীলকে। কিন্তু কী এমন করেছেন তিনি যার জন্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সেলিব্রিটি বনে গিয়েছেন তিনি?

Advertisement

[সব বিরোধীপক্ষকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ সোনিয়ার, ডাকা হল না কেজরিকে]

জানা গিয়েছে, ওলা চালালেও যখনই কোনও রোগীকে হাসপাতালে ছাড়তে যান সুনীল, তিনি কোনও ভাড়া নেন না। এর মাধ্যমে তিনি মানুষের কিছুটা সাহায্য করেন। এমনটাই দাবি ওই ওলা চালকের। গত মঙ্গলবার ফেসবুকে সুনীলের কথা জানিয়ে পোস্ট করেছেন ম্যাঙ্গালোরের বাসিন্দা কাভিয়া রাও। তারপর থেকেই জনপ্রিয় হয়েছেন সুনীল। লেখেন, ‘ওলা-র বিরুদ্ধে আমার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। কিন্তু আজ আমার এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। বাবার শরীর খারাপ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি ওলা বুক করি। সময়মতো গাড়িটি আসে এবং বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিল হয় ১৪০ টাকা। কিন্তু টাকা দিতে গেলে সুনীল সেই টাকা নিতে অস্বীকার করে। জানিয়ে দেয় হাসপাতালে নিয়ে আসার জন্য সে কোনও যাত্রীর কাছ থেকে টাকা নেয় না। আমার মা-বাবা অনেকবার বলা সত্ত্বেও টাকা না নিয়েই চলে যায় সে। মা আমাকে পুরো ব্যাপারটি জানানোর পর আমি অবাক হয়ে যাই। যেখানে এখনকার দিনে অটো চালকরা কোনও জায়গায় যেতে দ্বিগুণ ভাড়া চান কিংবা পছন্দমতো জায়গা না হলে ট্যাক্সি চালকরা যেতে চান না, সেখানে এই ঘটনা নজিরবিহীন। আমি সুনীলের সমস্ত ডিটেলস শেয়ার করছি। ওকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি ভগবান সুনীলের মঙ্গল করুক।’

sunil1-web
এরপরেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সুনীলকে শুভেচ্ছা জানায়। ‘ওলা’র তরফ থেকেও সংবর্ধনা দেওয়া হয় সুনীলকে। এমনকী কাভিয়ার পোস্টটি নিজেদের ফেসবুক পেজে শেয়ারও করে ওলা। সঙ্গে লেখা হয়, ‘সুনীল তুমি একজন হিরো। সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। গোটা ব্যাপারটি আমাদের গোচরে আনার জন্য কাভিয়া তোমাকেও ধন্যবাদ। এভাবেই এগিয়ে যাও সুনীল।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement