Advertisement
Advertisement
Telangana

ইতিহাস তেলেঙ্গানার রূপান্তরকামী চিকিৎসকের, সংরক্ষিত আসনে নেবেন স্নাতকোত্তরের পাঠ

ট্রান্সজেন্ডার ক্যাটগরিতে আসন সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের।

This Telangana Doctor first get Post Graduate seat in Transgender's Category | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 23, 2023 12:06 pm
  • Updated:August 23, 2023 12:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইতিহাস তৈরি করলেন তেলেঙ্গানার (Telangana) রূপান্তরকামী চিকিৎসক রুথ জন কোয়ালা। ‘ট্রান্সজেন্ডার ক্যাটাগরি’তে মেডিসিনে স্নাতকোত্তর পাঠের যোগ্যতা অর্জন করলেন তিনি। দীর্ঘ দুই বছরের আইনি লড়াইয়ের পর দেশের প্রথম রূপান্তকামী হিসেবে এই সাফল্য পেলেন রুথ। হাই কোর্টের নির্দেশে এবার থেকে রূপান্তরকামীদের জন্য একটি আসন সংরক্ষিত হল মেডিসিনে স্নাতকোত্তর পাঠে।

Advertisement

আগেই রূপান্তরকামী চিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন রুথ জন কোয়ালা এবং প্রাচী রাঠোর। ২০২২ সালের ডিসেম্বর মাসে সরকার পরিচালিত ওসমানিয়া জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত হন তাঁরা দু’জন। এর পর ‘ট্রান্সজেন্ডার ক্যাটাগরি’তে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি পাঠের দাবি জানান তিনি। এর জন্য কুড়িটির বেশি সরকারি দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছিলেন তিনি। তাতেও কাজ না হওয়ায় তেলেঙ্গানা হাই কোর্টের (Telangana High Court) দ্বারস্থ হন। শেষ পর্যন্ত রূপান্তরকামীর স্বপক্ষে নির্দেশ দেয় হাই কোর্ট।

[আরও পড়ুন: সফলভাবে অবতরণ করুক চন্দ্রযান, প্রার্থনায় নিউ ইয়র্ক থেকে বারাণসী]

মঙ্গলবার রুথ বলেন, “হাই কোর্ট আমার দাবি শোনে এবং রূপান্তরকামীদের জন্য একটি আসন সংরক্ষণের নির্দেশে দেয়।” ২৯ বছরের রুথের আরও দাবি, এই জয় তাঁর একার নয়, বরং সমস্ত রূপান্তরকামীদের। যাঁরা সমাজের পুরনো ধারণাকে ভাঙার লড়াই চালাচ্ছেন হাজারও বাঁধা ডিঙিয়ে। 

[আরও পড়ুন: রাজস্থানে ট্রাকের ধাক্কায় তালগোল পাকিয়ে গেল গাড়ি, মৃত কমপক্ষে ৬ জন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ