সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা একসময় জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলত, তারাই এখন এর কৃতিত্ব চাইছে। নয়া জিএসটি কাঠামো ঘোষণার পরই কংগ্রেসকে নিশানা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। অর্থমন্ত্রীর প্রশ্ন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন জিএসটি কার্যকর করেনি কেন?
আসলে প্রাথমিকভাবে জিএসটি চালু হওয়ার পর ওই করকাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস। হাত শিবিরের দাবি ছিল, কংগ্রেস জিএসটির পক্ষে কিন্তু সেই জিএসটি অনেক সরল। বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা জটিল। এক দেশ-এক কর ধারণার পরিপন্থী। রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলা শুরু করেন, মোদির জিএসটি আসলে ‘গব্বর সিং ট্যাক্স’। তিনি দাবি করেন, গোটা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ব্যঙ্গ করে বলেন, ‘কংগ্রেস জিএসটি মানে ছিল জেনুইন সিম্পল ট্যাক্স, আর মোদিজির জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স।’
তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথম সেই করকাঠামো চালুর ৮ বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদি সরকার। এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে, তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী লাগাতার আক্রমণ শানিয়ে আসছেন বলেই বাধ্য হয়ে ৮ বছর পর জিএসটি প্রক্রিয়ার সরলীকরণ করেছে সরকার। পি চিদম্বরমের মতো কংগ্রেস নেতারা বলছেন, “৮ বছর বাদে সরকারের ঘুম ভেঙেছে। আমরা এতদিন এই দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু সরকার কর্ণপাত করেনি।”
নির্মলার দাবি, কংগ্রেস নতুন এই জিএসটির কৃতিত্ব নিতে চাইছে। অর্থমন্ত্রী এক সাক্ষাৎকারে বলছেন, “যারা একসময় জিএসটি নিয়ে রসিকতা করেছিল। গব্বর সিং ট্যাক্স বলেছিল, তাঁরাই এখন এর কৃতিত্ব চাইছে। কংগ্রেস বলুক, কেন ওদের আমলে জিএসটি কার্যকর হয়নি।” ইন্দিরার জমানাকে নিশানা করে নির্মলার কটাক্ষ, “একটা সময় ছিল যখন দেশবাসীকে ৯১ শতাংশ কর দিতে হত। ১০০ টাকা রোজগার করলে ৯১ টাকা চলে যেত করের জন্য। তারাই এখন জিএসটির কৃতিত্ব দাবি করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.