ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরডিএক্স বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ে দুই পাকিস্তানি মুম্বই থেকে গোয়ার পথে যাচ্ছে। আজ, রবিবার এমনই একটি ভয়ানক হুমকি ফোনকল এসে পৌঁছায় মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে ‘পাণ্ডে’ বলে পরিচয় দেন। এমন ফোন পেয়ে স্বাভাবিক ভাবেই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ফোনটি কে করেছে বা কোন উদ্দেশ্যে করা হয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, পাণ্ডে ফোনে রীতিমতো হুমকির সুরে বলেন, আরডিএক্স ভরতি ট্যাঙ্কারটি নিয়ে এগিয়ে আসছে দুই পাকিস্তানি নাগরিক। তার দাবি কতখানি সত্যি, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি ভুয়ো ফোনকল হতে পারে। তা সত্ত্বেও ওই এলাকার সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছে না পুলিশ। বরং নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে। বাইরে থেকে গোয়ায় প্রবেশে সমস্ত যানবাহন পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবারই আরও একটি হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ। যেখানে বলা হয়েছিল, শহরে বোমা বসানো হয়েছে। শহরের এক নির্দিষ্ট জায়গায় প্রচুর কার্তুজ ও একে-৪৭ মজুত করা হয়েছে। এমনকী উত্তর প্রদেশের যোগী সরকার এবং কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেছিল ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার বিরুদ্ধে ওরলি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছিল।
Maharashtra | Mumbai Police Control room received a threat call, in which the caller informed that a tanker filled with RDX & two Pakistani nationals was going from Mumbai to Goa. The caller identified himself as Pandey. Investigation is underway: Mumbai Police
— ANI (@ANI)
এরও আগে গত ১২ জুলাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। সেই ফোনে আবার উল্লেখ করা হয়েছিল পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে হিন্দু নাগরিকের সঙ্গে সংসার পাতা সীমা হায়দারের নাম। বলা হয়েছিল, সীমাকে পাকিস্তানে না ফেরানো হলে মুম্বইয়ে ২৬/১১-র হামলার ধাঁচে হামলা করা হবে। যার জন্য দায়ী থাকবে উত্তরপ্রদেশ সরকার। সেই ঘটনাতেও দায়ের হয় এফআইআর। আর রবিবার নয়া ফোনকলে আবারও বাড়ল উদ্বেগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.