Advertisement
Advertisement
Golden Temple

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’, হুমকি ইমেল ঘিরে আতঙ্ক পাঞ্জাবের স্বর্ণমন্দিরে

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

Threat email warns of bomb attack on Golden Temple langar hall, probe underway
Published by: Subhodeep Mullick
  • Posted:July 14, 2025 11:24 pm
  • Updated:July 14, 2025 11:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক! হুমকি ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্ত্বরে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বাইরে বের করে আনা হয়েছে ভক্তদের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির ইমেলে একটি হুমকিবার্তা পাঠানো হয়। বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মন্দিরের লঙ্গর হল (যা দরবার সাহিব নামেও পরিচিত)। মৃত্যু হতে পারে বহু মানুষের।” তারপরই সেখানে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াডও। বর্তমানে তারা সেখানে তল্লাশি চালাচ্ছে। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত মন্দিরের কোথাও কোনও বোমার হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রধান হরজিন্দর সিং ধামি বলেন, “রাতে আমাদের কাছে একটি হুমকি মেল পাঠানো হয়। যেখানে বলা হয় মন্দিরের ভিতর বোমা রাখা আছে। পুলিশ এবং বম্ব স্কোয়াড ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও বোমার হদিশ পাওয়া যায়নি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement