Advertisement
Advertisement
Manipur Congress

মোদির সফরের আগেই মণিপুরে বিরাট ভাঙন বিজেপিতে, শক্তি বাড়ল কংগ্রেসের

১৩ সেপ্টেম্বর মণিপুর যেতে পারেন প্রধানমন্ত্রী।

Three BJP leaders in Manipur join Congress ahead of PM Modi's visit
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2025 4:09 pm
  • Updated:September 9, 2025 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২ বছর ধরে হিংসাদগ্ধ মণিপুরে অবশেষে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ মে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার আগেই দলীয় রাজনীতিতে বড় ধাক্কা বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের তিন প্রভাবশালী নেতা।

Advertisement

সোমবার দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির দুই প্রাক্তন বিধায়ক ওয়াই সুরচন্দ্র সিং, এল রাধাকিশওর সিং এবং বিজেপির শীর্ষ নেতা উত্তমকুমার নিংথৌজাম। এআইসিসি সদর দপ্তরে দুই প্রাক্তন বিধায়ক এবং বিজেপির শীর্ষ পদাধিকারিকে দলে স্বাগত জানান কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক সপ্তগিরি শংকর উলাকা এবং মণিপুর কংগ্রেস সভাপতি কে মেঘচন্ত্র সিং। কংগ্রেসের দাবি, মণিপুরজুড়ে যে প্রবল অশান্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে, বিজেপি নেতাদের এই দলত্যাগ সেটারই বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে জাতি সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্যটি। ঘরে বাইরে চাপের মুখে গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং। ১৩ ফেব্রুয়ারি সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এহেন পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান। সেখানকার মানুষের দুরাবস্থার ছবি নিজের চোখে দেখে আসুন। কিন্তু দু’বছর কেটে গেলেও মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী। মণিপুরে শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা পড়েছিল ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মাসে। এবার প্রধানমন্ত্রী সে রাজ্যে পা রাখতে চলেছেন।

জানা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর মিজোরাম যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রেললাইনের উদ্বোধন পর্ব সেরে মণিপুরে যাবেন তিনি। রাজধানী ইম্ফল ও দাঙ্গাবিধ্বস্ত চুড়াচাঁদপুরে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা গিয়েছে। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। সরকারিভাবে এখনও প্রধানমন্ত্রীর সফরসূচির কথা ঘোষণা করা হয়নি। এর মধ্যে আবার মণিপুরে নতুন করে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও সেটাও জল্পনা। আর সে জল্পনার মধ্যেই বিজেপি নেতাদের কংগ্রেস ত্যাগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement