Advertisement
Advertisement
Traffic Jam

টানা ৩২ ঘণ্টা যানজট! আটকে বহু গাড়ি, দমবন্ধ হয়ে মৃত অন্তত তিন

আট কিলোমিটার রাস্তাজুড়ে প্রায় ৪ হাজার গাড়ি আটকে পড়ে।

Three dead in 32-hour Traffic Jam near Indore

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 29, 2025 9:12 pm
  • Updated:June 29, 2025 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৩২ ঘণ্টা আট কিলোমিটার রাস্তা অবরুদ্ধ। যার জেরে আটকে থাকল প্রায় ৪ হাজার গাড়ি। সেই ট্রাফিক জ্যামে আটকে অসুস্থ হয়ে মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, ছয় লেনের রাস্তা তৈরির কাজের জন্য এমন যানজট তৈরি হয়। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই যানজট শুরু হয়। ধীরে ধীরে সেই ট্রাফিক জ্যামে বাড়তে শুরু করে। প্রায় আট কিলোমিটার রাস্তাজুড়ে আটকে যায় ৪ হাজার গাড়ি। জ্যামে আটকে অসুস্থ হয়ে পড়েন সন্দীপ প্যাটেল নামে এক ব্যাক্তি। তাঁকে কোনও রকমে ওই জ্যাম থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে মৃত্যু হয় তাঁর।

শুক্রবার সকালে বলরাম প্যাটেল ও কমল পাঞ্চাল নামে আরও দু’জন অসুস্থ হয়ে পড়েন। দু’জনকেই উদ্ধার করে স্থানীয়, হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই দু’জনের। কমলের ছেলে বিজয়ের কথায়, “দেড় ঘণ্টা ধরে ট্রাফিক জ্যামে আটকে ছিলাম। হঠাৎ করেই বাবা অসুস্থ বোধ করেন। গাড়িতেই অজ্ঞান হয়ে যান তিনি। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবার।”

এদিকে এত দীর্ঘ যানজটের কারন নিয়ে শাসক-বিরোধী চাপান উতোর শুরু হয়েছে। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, একদিকে ছয় লেনের রাস্তার কাজ চলছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জেরে রাস্তার বেশ কিছু জায়গায় জল জমে যায়। এরফলেই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে জন্য NHAI, পুলিশ ও পূর্ত দপ্তর তড়িঘড়ি বৈঠকে বসে। সেই বৈঠকেই যানজট নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বসে জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement