Advertisement
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ে ভয়াবহ পথদুর্ঘটনা, বাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৩ যাত্রীর

ঘটনার পর থেকে বাস চালকের কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

Three killed, six injured as bus collides with truck in Chhattisgarh

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:July 1, 2025 8:22 pm
  • Updated:July 1, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস এবং ট্রাকের সংঘর্ষে ভয়ংকর দুর্ঘটনা ছত্তিশগড়ে। রাজ্যের রায়পুর জেলায় ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রায়পুরের কেন্দ্রীগ্রামের কাছে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাককে আচমকা ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আহত ৬ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পর থেকে বাসের চালকের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি করেছে।

পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছ’জন। স্থানীয়রাই আমাদের প্রথম খবর দেন। তবে ঘটনার পর থেকে বাসচালক পলাতক। তাঁর ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর খোঁজে ইতিমধ্যেই আমরা তল্লাশি শুরু করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ