Advertisement
Advertisement
Odisha

আবার ওড়িশা, লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা! প্রমাণ লোপাটে ‘জ্যান্ত কবরে’র চেষ্টা

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

Three man Harrsed a Teen in Odisha try to bury her alive

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 25, 2025 6:16 pm
  • Updated:July 25, 2025 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ওড়িশা! এক কিশোরীকে লাগাতার গণধর্ষণের অভিযোগ দুই ভাই ও তাঁদের এক সঙ্গীর বিরুদ্ধে। এরই মধ্যে ১৫ বছরের ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রমাণ লোপাটের জন্য ওই কিশোরীকে জীবন্ত অবস্থায় কবর দেওয়ারও চেষ্টা করা হয়! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংহপুর জেলায়। এই ঘটনায় দু’ই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আর এক অপরাধী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে। এরই মধ্যে অভিযুক্তরা জানতে পারে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। নিজেদের অপরাধের কথা যাতে কেউ জানতে না পারে সেই জন্য ওই কিশোরীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে তিন অপরাধী। এরপরই কিশোরীকে জ্যান্ত কবর দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিশোরীর অভিযোগ, বিষয়টি জানতে পারার পর গর্ভপাত করার জন্য তাকে চাপ দিতে থাকে ওই তিনজন। এরজন্য টাকা দিতেও প্রস্তুত বলে জানায় তারা। তিন অভিযুক্ত মিলে কিশোরীকে একটি ফাঁকা জায়গায় ডাকে। সেখানে গিয়ে কিশোরী দেখতে পায় কবর দেওয়ার জন্য গর্ত খুঁড়েছে অভিযুক্তরা।

এরপরই ওই জায়গা থেকে কোনওক্রমে পালিয়ে আসে কিশোরী। তার বাবাকে পুরো বিষয়টি জানায় সে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। ঘটনার তদন্তে নেমে কিশোরীর শারীরিক পরীক্ষা করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তবে একজন এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে তদন্তকারী আধিকারিকরা।

জগৎসিংহপুর জেলায় এই নিয়ে একসপ্তাহে দু’টি যৌন হেনস্তার ঘটনা ঘটল। গত মঙ্গলবার জেলায় এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই নাবালিকা একটি জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এদিকে গত রবিবার একই ধরনের একটি ঘটনা ঘটে মালকানগিরি জেলায়। তিনজন মিলে এক নাবালিকাকে অপহরণ করার পর নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। গত মাসে অন্তত ১২টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে ওড়িশা রাজ্যে। জুন মাসে ১০ দিনের মধ্যে ৫টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটে। এই অবস্থায় বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement