ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে শহিদ হলেন অসম রাইফেলসের ৩ জওয়ানের। জখম হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেল জেলার মায়ানমার সীমান্তের কাছে।
The terrorists first carried out an IED blast and then fired at the troops. Reinforcements have been rushed to the area which is 100 km from Imphal: Sources
Advertisement— ANI (@ANI)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত মণিপুরের চান্দেল জেলার একটি জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন ৪ নম্বর অসম রাইফেলস (Assam Rifles) -এর জওয়ানরা। আচমকা সেখানে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি (PLA) -এর সদস্যরা। তারপর অসম রাইফেলসের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এর জেরে তিন জন জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চার জন।
প্রশাসম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চান্দেল জেলার একটি জায়গায়। জখমদের হাসপাতালে ভরতি করার পাশাপাশি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.