Advertisement
Advertisement
Andhra Pradesh

অন্ধ্রের জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, খতম ৩ শীর্ষ মাওবাদী

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

Three top maoists killed by security forces in Andhra Pradesh
Published by: Amit Kumar Das
  • Posted:June 18, 2025 1:13 pm
  • Updated:June 18, 2025 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বর্ডার এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম তিন শীর্ষ মাওবাদী নেতা। বুধবার সকালে এই তথ্য প্রকাশ্যে এনেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। আল্লুরি সীতারামা রাজু জেলার মাত্র ২৫ মিনিটের অভিযানে এই সাফল্য পায় যৌথবাহিনী। এই ঘটনায় মৃত্যু হয়েছে, মাওবাদীদের AOBSZC-এর স্পেশাল জোনাল কমিটির সেক্রেটারি গজারলা রবি ওরফে উদয়, ইস্টার্ন বিভাগের সেক্রেটারি বরি ভেঙ্কা চৈতন্য ওরফে অরুণা এবং মাওবাদী নেত্রী অঞ্জু।

পুলিশের তরফে জনানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মারেদুমিল্লি জঙ্গল এলাকায় অভিযানে নামে যৌথ নিরাপত্তা বাহিনী। খবর ছিল, ওই এলাকায় লুকিয়ে রয়েছে ১৬ জন মাওবাদীর একটি দল। সেইমতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবেশেষে মৃত্যু হয় ৩ মাও নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

পুলিশের তরফে জানা যাচ্ছে, মৃত মাওবাদের মধ্যে উদয়ের বয়স ৬২ বছর। তেলেঙ্গানার বাসিন্দা এই মাওবাদী নেতা ১৯৮০র দশকে মাওবাদীদের পিপলস ওয়ার গ্রুপে যোগ দেন। এরপর দেশে বহু নাশকতার সঙ্গে সরাসরি এই মাও নেতার যোগ পাওয়া যায়। ২০০৪-০৫ সালে অন্ধ্রের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির সঙ্গে মাওবাদীদের শান্তি আলোচনায় যে দল যোগ দিয়েছিল, তার সদস্য ছিলেন উদয়। পুলিশের দাবি এর গোটা পরিবার মাওবাদের সঙ্গে যুক্ত। এর আগে উদয়ের দাদা আজাদ, শ্যালিকা এনকাউন্টারে নিহত হন। আত্মসমর্পণ করেন তাঁর ভাই। এছাড়া অরুণা নামের ওই মাওবাদী নেত্রী ২৫ বছর আগে সরাসরি মাওবাদের সঙ্গে যুক্ত হন। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা চালাপতির স্ত্রী অরুণা। ২০১৫ সালে এই চালাপতিকে নিকেশ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে ফের বড় সাফল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement