Advertisement
Advertisement
Indian Railways

টিকিট কনফার্মেশনের তথ্য মিলবে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে, যাত্রী সুবিধায় বড়সড় পদক্ষেপ করল রেল

রাজস্থানের বিকানের ডিভিশনে পাইলট প্রোজেক্ট হিসাবে পরীক্ষামূলক এই কাজ শুরু হয়েছে।

Ticket confirmation information will be available 8 hours before the train departs, Indian Railways takes major step
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 30, 2025 12:19 pm
  • Updated:June 30, 2025 12:19 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: লক্ষ্য রয়েছে ২৪ ঘণ্টা আগের। তবে আপাতত ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে সংরক্ষিত কামরার চার্ট তৈরির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বর্তমানে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে তৈরি হয় সংরক্ষিত কামরার চার্ট। ফলে ওয়েটিং লিস্টে থাকা বেশিরভাগ যাত্রীই জানতে পারেন না, তাঁদের টিকিট কনফার্ম হল কিনা।

এদিকে শেষ মুহূর্তে খবর মেলার ফলে যাত্রার কোনও বিকল্প ব্যবস্থাও করা যায় না। এই সমস্যা মেটাতে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে চার্ট তৈরি করে ফেলার পরিকল্পনা নিয়েছে রেল। আপাতত রাজস্থানের বিকানের ডিভিশনে পাইলট প্রোজেক্ট হিসাবে পরীক্ষামূলক সেই কাজ শুরু হয়েছে। সাফল্য মিললে ধাপে ধাপে গোটা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে।

দুপুর দুটো পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির ক্ষেত্রে আগেরদিন রাত ন’টার মধ্যে তৈরি করা হবে চার্ট। বাকিগুলির ক্ষেত্রে আট ঘণ্টা আগে চার্ট তৈরি হবে। পাশাপাশি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস-এরও আধুনিকীকরণ করা হচ্ছে। ফলে দেশজুড়ে প্রতি মিনিটে প্রায় দেড় লক্ষ মানুষ টিকিট কাটতে পারছেন। যা আগের তুলনায় পাঁচগুণ। মিনিটপ্রতি টিকিট সংক্রান্ত খোঁজখবর নিতে পারছেন প্রায় ৪০ লাখ মানুষ। যা আগের তুলনায় ১০ গুণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement