প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঘ্র সাম্রাজ্য মধ্যপ্রদেশ। কানহা থেকে বান্ধবগড়–সবখানেই বনের রাজার রাজকীয় চলাফেরা। সেই মধ্যপ্রদেশে রবিবার বাঘের কামড়ে মৃত্যু হল বছর পঞ্চাশের এক মহিলার। ঘটনাটি খাওয়াসা অভয়ারণ্যের গা ঘেঁষা বিচ্ছুমাল গ্রামের। বাঘের হামলায় প্রৌঢ়ার মৃত্যুর ঘটনা জানিয়েছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার গৌরব মিশ্রা। আতঙ্কে কাঁটা গোটা গ্রাম।
মৃতার নাম হেমলতা দাহারওয়াল। গ্রামবাসীরা জানিয়েছেন, জীবিকার প্রয়োজনে কেন্দু পাতা সংগ্রহ করতে জঙ্গলে ঢুকেছিলেন ওই মহিলা। তখনই আচমকা হামলা চালায় বাঘটি। প্রৌঢ়ার ঘাড় কামড়ে ধরে ঘন অরণ্যের ভিতরে টেনে নিয়ে যায়। এই ঘটনার পরে খাওয়াসা অভয়ারণ্য়ের বন দপ্তরের অফিসের সামনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি করেন তাঁরা।
ডিভিশনাল ফরেস্ট অফিসার গৌরব মিশ্রা জানান, খাওয়াসা অভয়ারণ্য়ে বাঘের হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। সরকারি আইন মোতাবেক মৃতার পরিবারকে ৮ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। ঘাতক বাঘটিকে খোঁজা হচ্ছে। জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। আপাতত কিছুদিন নির্জন পথে একা বেরোতে বারণ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.