Advertisement
Advertisement
Karnataka

একদিনে ৫ বাঘের মৃত্যু কর্নাটকে! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ সরকারের

গরুর শরীর থেকে বিষক্রিয়ার জেরে এই মৃত্যু বলে সন্দেহ।

Tigress with 4 cubs die in Karnataka

কর্নাটকের জঙ্গলে মৃত বাঘিনী।

Published by: Amit Kumar Das
  • Posted:June 27, 2025 6:47 pm
  • Updated:June 27, 2025 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে কর্নাটকে মৃত্যু এক বাঘিনী-সহ চার শাবকের। একসঙ্গে এতগুলি বাঘের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। ৫টি বাঘের এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের বনমন্ত্রী ঈশ্বর খাদ্রে। তিন দিনের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বনদপ্তরের তরফে জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কর্নাটকের চামনগরের এমএম হিলস অভয়ারণ্যে। বাঘগুলির মৃতদেহের কাছ থেকে একটি মৃত গরু উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই মৃত্যু হতে পারে। যদিও গোটা বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন মন্ত্রী খান্দ্রে। পাশাপাশি ঘটনার তদন্তে একটি দল গঠন করেছেন তিনি। জানিয়েছেন, এই মৃত্যু যদি বনকর্মীদের অবহেলার কারণে হয়ে থাকে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিষক্রিয়া বা বৈদ্যুতিন শকের জেরে এই ঘটনা ঘটলে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও রেহাত করা হবে না। ঘটনার পিছনে চোরা শিকারিদের হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে

উল্লেখ্য, কর্নাটকের এই জঙ্গলে মোট ৫৬৩টি বাঘ রয়েছে। সেই হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্রারণ্য এটি। এখানকার বান্দিপুর, নাগরহোল এবং বিআরটি টাইগার রিজার্ভের মতো এলাকাগুলিকে বাঘের জন্য অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়। সেখানে এতগুলি বাঘের মৃত্যু স্বাভাবিকভাবে গাফিলতির দিকে আঙুল তুলছে। যদিও ঘটনার পর ওই অঞ্চলে টহলদারি বাড়ানোর পাশাপাশি ড্রোনের মাধ্যম বন্যপ্রাণীদের উপর নজরদারি ও স্বাস্থ্যপরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement