রুদ্রেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে তিন দিনের গোয়া সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)। সফরের প্রথম দিনই গোয়াবাসীর মঙ্গল কামনায় সাংকুয়েলিমের ঐতিহ্যবাহী রুদ্রেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। অভিষেকের কথায়, “নতুন বছরে গোয়া নব সূর্যোদয় দেখবে।” তবে তাঁর এই মন্দির দর্শনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও স্পষ্ট করে দেন তিনি।
মঙ্গলবার রাতে গোয়ায় (Goa) পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টা নাগাদ তিনি সাংকুয়েলিমের ঐতিহ্যপূর্ণ রুদ্রেশ্বর মন্দিরে (Rudreshwar Temple) পৌঁছন। আসনে বসে পুজো দেন। করেন আরতি-ও। গ্রহণ করেন চরণামৃত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিকেলে ফের গোকর্ণ মঠ পরিদর্শন করার কথা রয়েছে। বুধবারও রয়েছে একাধিক কর্মসূচি ও কৌশল-বৈঠক।
Our National General Secretary Shri offered prayers at Shri Rudreshwar temple today.
— All India Trinamool Congress (@AITCofficial)
এদিন মন্দির থেকে বেরিয়ে অভিষেক বলেন, “গোয়ার পবিত্র ও ঐতিহ্যমণ্ডিত রুদ্রেশ্বর মন্দির পরিদর্শনের সৌভাগ্য হল আমার। গোয়াবাসীর উন্নতি এবং সৌভাগ্যের জন্য প্রার্থনা করছি। নতুন বছর আসছে। নয়া বছরে নতুন সূর্যোদয় দেখবে গোয়া।” তৃণমূল নেতার এই মন্দির দর্শন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে অভিষেকের সপাট জবাব, “রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবেন না। একজন সাধারণ মানুষ, আম ভারতীয় হিসেবে মন্দিরে পুজো দিয়েছি। এর সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়।
National General Secretary Shri offered prayers for all Goans at the historic Shri Rudreshwar temple in Sanquelim.
He prayed for the progress and prosperity of Goa and as we step into the new year, we are certain that Goa will see a New Dawn rise!
— All India Trinamool Congress (@AITCofficial)
আগামী বছরই গোয়ার বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির। সেই ভোটের কৌশল ঠিক করতেই অভিষেকের এই গোয়া সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.