Advertisement
Advertisement
Dev

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে প্রশ্ন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ‘দায়সারা’ জবাবে ক্ষুব্ধ দেব

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাফ জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি।

TMC MP Dev asks questions on Ghatal Master Plan at Parliament
Published by: Sucheta Sengupta
  • Posted:July 25, 2025 11:52 am
  • Updated:July 25, 2025 3:54 pm   

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বর্ষা এলেই জল-যন্ত্রণায় জীবন দুর্বিসহ হয়ে ওঠে ঘাটালের মানুষজনের। প্রতিবছর এই পরিস্থিতি থেকে ঘাটালের মানুষকে বাঁচাতে উদ্যোগী হন ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী (Dev) তথা টলি তারকা দেব। তাঁর উদ্যোগকে বাস্তবায়িত করতে সাড়া দেয় রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণে প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র কেন এর জন্য কোনও অর্থই বরাদ্দ করল না? সংসদে দেবের এই প্রশ্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ ভূষণ চৌধুরী যে জবাব দিয়েছেন তাতে স্পষ্ট, কেন্দ্র এই প্রকল্প রূপায়ণে কোনও সাহায্য করতে পারবে না। উল্টে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়েছেন তিনি।

Advertisement

লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প রূপায়ণে যে শর্ত পূরণ করতে হয়, তা রাজ্য করেনি। এদিকে, ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণে কেন্দ্র যে দায়সাড়া মনোভাব নিয়ে চলেছে, তা স্পষ্ট করলেন সাংসদ দেব (Dev)। চলতি বাদল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে দু’টি প্রশ্ন করেন তিনি। প্রথমত, এই প্রকল্প রূপায়ণে কেন কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করল না? দ্বিতীয়ত, প্রকল্প রূপায়ণে রাজ্য সরকার কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো সংস্থার থেকে অর্থ নিতে পারবে?

এই দুই প্রশ্নের মন্ত্রী জানান, প্রকল্পটির বিনিয়োগে ছাড়পত্র পেয়েছে। তবে ২০২১ থেকে ২০২৬ – এই পাঁচ বছরের জন্য। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ এই প্রকল্পে জন্য কেন্দ্রের ৩০০ কোটির বাজেট বরাদ্দ রয়েছে। শুধু সেই রাজ্যগুলির প্রকল্প গ্রহণযোগ্য হবে, যারা প্রকল্পটি ফ্লাড প্লেইন জোনিংয়ের আদেশের বাস্তবায়ন করছে। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন জবাবে ঘনিষ্ঠ মহলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন দেব। আগে একাধিকবার এনিয়ে তৃণমূল সাংসদ দেবের আবেদনে কেন্দ্র সাড়া না দেওয়ায় এই মুহূর্তে রাজ্য সরকার নিজের খরচে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ