সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মেয়াদ ১৯ দিন বেড়েছে। কিন্তু কেন্দ্রের আর্থিক প্যাকেজের পরিমাণ বাড়েনি। শুরুতে যে ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ঘোষণা করেছিলেন, তাতেই কাজ চালাতে হচ্ছে আম আদমিকে। আসলে সরকার রাজকোষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চাইছে না। তাই লকডাউন বাড়লেও আর্থিক প্যাকেজ বাড়ানো হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে টুইটারে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। অর্থমন্ত্রীকে অঙ্ক করে তিনি বুঝিয়ে দিয়েছেন, সরাসরি রাজকোষ থেকে কোনও টাকা না তুলেও দেশের অন্তত ৫ কোটি পরিবারকে যথেষ্ট পরিমাণ সাহায্য করা যেত।
Quick math lesson for Hon’ble FM:
AdvertisementOver ₹75,000 cr in ESI
Over ₹40,000 cr in unclaimed PF
Over ₹35,000 cr in BOCW cess
= ₹150,000 cr
Enough to pay ₹7500 each to bottom 5cr families for next 3 months & have change to spare
Will ensure 25cr people will be looked after
— Mahua Moitra (@MahuaMoitra)
প্রধানমন্ত্রী যেদিন লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেন, তার দিন দুই বাদেই একটি টুইট করেন কৃষ্ণনগরের সাংসদ। যাতে হিসেব দেওয়া ছিল এই পরিস্থিতিতে কীভাবে আর্থিক সংকটের মোকাবিলা করা যাবে, তাও সরাসরি রাজকোষে হাত না দিয়ে। বলছেন,”অর্থমন্ত্রীর জন্য দ্রুত অঙ্কের পাঠ। ESI বাবদ ৭৫ হাজার কোটি, দাবিহীন প্রভিডেন্ট ফান্ড থেকে ৪০ হাজার কোটি, এবং নির্মাণ ক্ষেত্রে যে সেস সরকার তোলে সেই ৩৫ হাজার কোটি টাকা দিয়ে খুব সহজে দেশের সবচেয়ে গরিব ৫ কোটি পরিবারকে অন্তত সাড়ে সাত হাজার টাকা করে সাহায্য করা যেত। এর ফলে আগামী ৩ মাস অন্তত ২৫ কোটি মানুষ ভাল থাকত। মহুয়ার এই প্রস্তাবের সঙ্গে অবশ্য দলেরই অন্য সাংসদরা একমত নন। কৃষ্ণনগরের সাংসদ যেভাবে সাধারণের টাকা সরকারকে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, তা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন তাঁরা।
Interesting solution proposed by for the problem of getting survival money into the hands of the poorest. Trust will consider it.
— Shashi Tharoor (@ShashiTharoor)
তৃণমূল সাংসদের এই প্রস্তাবকে সমর্থন করেছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরও (Shashi Tharoor)। তিনি মহুয়ার পোস্টটি রিটুইট করেন। এবং তৃণমূল সাংসদকে ট্যাগ করে বলেন,”গরিবদের হাতে বেঁচে থাকার মতো টাকা তুলে দেওয়ার জন্য আমার সহকর্মী মহুয়া যে প্রস্তাব দিয়েছে, তা বেশ আকর্ষণীয়। আমার বিশ্বাস নির্মলা সীতারমণ এই প্রস্তাবটি ভেবে দেখবেন।” মহুয়ার সেই অঙ্ক শিক্ষার টুইটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে, সরকার এই প্রস্তাবে আদৌ আমল দেবে কিনা, সেটা স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.