Advertisement
Advertisement
Mohua Moitra

বিহারের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের নির্দেশ! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মহুয়া

বাংলাতেও যাতে এই নির্দেশ কার্যকর না করা হয়, সেই আবেদনও করেছেন মহুয়া।

TMC MP Mohua Moitra files writ petition against EC SIR direction

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 6, 2025 10:22 am
  • Updated:July 6, 2025 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিহারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নির্দেশ দিয়েছে কমিশন। তালিকায় নাম থাকা ভোটারদের ফের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। কমিশনের এই ‘ফতোয়া’র বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ। তাঁর দাবি, এই নির্দেশিকায় স্থগিতাদেশ দেওয়া হোক। বাংলাতেও যাতে এই নির্দেশ কার্যকর না করা হয়, সেই আবেদনও করেছেন মহুয়া।

Advertisement

বছর শেষেই বিহারে ভোট। তার আগে সে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা জারি করেছে কমিশন। বলা হয়েছে, ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড গৃহীত হবে না। শুধুমাত্র বয়সের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিটের মতো নথিই গ্রহণযোগ্য। কমিশনের যুক্তি, দেশজুড়ে আধার জালিয়াতির জেরেই এই নির্দেশিকা। কমিশনের এই নির্দেশের জেরে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক দলগুলি। তাই কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা। বিষয়টি নিয়ে মামলা করেছেন মহুয়াও।

এক্স হ্যান্ডেলে মামলার নথি পোস্ট করে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লেখেন, “নির্বাচন কমিশনের এসআইআর-এর নির্দেশ চ্যালেঞ্জ করে এইমাত্র সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলাম। বাংলা-সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয়, তার জন্য স্থগিতাদেশও চেয়েছি।” তাঁর দাবি, একাধিকবার ভোট দিয়েছেন যাঁরা, তাঁদের ফের যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে। তাঁদের বাবা-মায়ের জন্মের শংসাপত্র দিতে বলা হচ্ছে। এমনটা চললে বহু যোগ্য় ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে। তাই এই মামলা।  

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement