সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন নিজভূমে পরবাসী! দেশের উপর, দেশের মাটির উপর যতটা অধিকার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আর পাঁচজনের, ঠিক ততটাই অধিকার ওঁদেরও। অথচ কেন্দ্রের ক্ষমতাসীন দলের বদান্যতায় আজ তাঁরা কর্মক্ষেত্রে হেনস্তার মুখে পড়ছেন। তাঁদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার এই পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনে শুক্রবার হরিয়ানার গুরুগ্রামে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ‘দিদি’র অভয়বার্তা দিয়ে জানালেন, ”ভয় পাবেন না, আমরা পাশে আছি।”
শুক্রবার গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করার পর নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছেন সাংসদ সামিরুল ইসলাম নিজে। তাতে তাঁর বক্তব্য, বাংলার শ্রমিকদের সঙ্গে ‘বিদেশি’র মতো আচরণ করা হচ্ছে। অথচ ২০-২৫ বছর ধরে এই শ্রমিকরাই দেশের মূল ভিত্তি। স্রেফ বাংলায় কথা বলছেন বলে এতদিনকার কর্মক্ষেত্রে পরিবার, পরিজনদের নিয়ে আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে। চেনা পরিবেশটাই বদলে গিয়েছে। বাংলাভাষীদের মধ্যেই ধর্মে ধর্মে ভেদাভেদ তৈরি হচ্ছে। এসবের নেপথ্যে বিজেপির বিভাজন-নীতি কাজ করছে বলে অভিযোগ সামিরুল ইসলামের।
এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের কথা মনে করিয়ে সামিরুলের বক্তব্য, ”আমি তাঁদের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছি। বলেছি, একদম ভয় পাবেন না। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর পাশে রয়েছেন। আমি বলেছি, যে কোনও সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে। আমি পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে তাঁদের সবরকম সাহায্য করব।”
Exiles in their own land!
This country belongs to them too. Those who are today branding them as “foreigners” and driving them out from this soil have no greater right here than these people. Just as much as the Prime Minister of the country is an Indian, these people are equally…— Samirul Islam (@SamirulAITC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.