Advertisement
Advertisement
TMC

বিহারে রাহুলের মিছিলে তৃণমূলের ইউসুফ-ললিতেশ, র‍্যালি শেষে তেজস্বীর বাড়িতে বৈঠকও

বৈঠক শেষে লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গেও দেখা করেন দুই তৃণমূল নেতা।

TMC MP yusuf pathan and Lalitesh Pati Tripathi joins rahul gandhi's rally in bihar
Published by: Kousik Sinha
  • Posted:September 1, 2025 8:11 pm
  • Updated:September 1, 2025 8:36 pm   

নন্দিতা রায়: ভোটমুখী বিহারে বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় ‘ভোটার অধিকার যাত্রা’ করলেন রাহুল গান্ধী। আর সেখানেই তৃণমূলের প্রতিনিধি হয়ে যোগ দিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশপতি ত্রিপাঠী। শুধু তাই নয়, র‍্যালি শেষে তেজস্বী যাদবের বাড়িতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে রাহুল গান্ধী না থাকলেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ একাধিক ইন্ডিয়া জোটের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ছিলেন ইউসুফ পাঠান এবং ললিতেশপতি ত্রিপাঠীও। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের আগে বিহারে ইন্ডিয়া জোট যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে তা এদিনের এই বৈঠকেই স্পষ্ট।

Advertisement

জানা যায়, বৈঠক শেষে লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গেও দেখা করেন দুই তৃণমূল নেতা। স্বচ্ছতার সঙ্গে ভোটারদের অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসআইআরের বিরোধিতায় ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন তিনি। আজ, সোমবারের রাহুলের এই র‍্যালিতে আগেই আমন্ত্রণ জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

যদিও তাঁরা যেতে না পারায় ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশপতিকে ত্রিপাঠীকে পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এসআইআর আন্দোলনে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের পাশে থাকতেই বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তবে এই ভিডিও বার্তায় ললিতেশপতি ত্রিপাঠী জানিয়েছেন, ”এখনও বিহারের ৩৯ বিধানসভায় এক লাখেরও বেশি ভুয়ো ভোটার রয়েছে। তিন মাস ধরে ভুয়ো ভোটার ধরতে কাজ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এখনও ভুয়ো ভোটার বিহারে রয়ে গিয়েছে।” তৃণমূল নেতার কথায়, এটা সম্পূর্ণ ভোটচুরি। আর এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আওয়াজ তুলবে।”

ললিতেশপতি ত্রিপাঠীর কথায়, ”এটা সংবিধান এবং গণতন্ত্রের হত্যা।” অন্যদিকে এদিন ভোটচুরি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। একইসঙ্গে নির্বাচন কমিশনকেও একহাত নেন তিনি। বলেন, দেশজুড়ে ভোটচুরি করা হচ্ছে। এই চুরির মাধ্যমে যুব অধিকার, সংরক্ষণ, কর্মসংস্থান এবং গণতন্ত্রের উপর আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ সোনিয়াপুত্রের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ