নন্দিতা রায়, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা? হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে? তাদের ধরতে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র? এসব প্রশ্নের জবাব চেয়ে ফের সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলল বাংলার শাসকদল তৃণমূল। মঙ্গলবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ছিলেন লোকসভা ও রাজ্যসভা প্রায় সব জনপ্রতিনিধি। সেখানে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখা হোক। এরপরই চিঠির খসড়া তৈরি হয়। সাংসদরা তাতে সই করেন এবং চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। এদিনের বৈঠকের গোটা বিষয়টি সাংবাদিকদের জানান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

আগেই অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময়ের ঘটনাবলি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারও আগে একই দাবি ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। এরপর সোমবারই দিল্লিতে জল্পনা শুরু হয়েছিল, বিরোধীদের দাবি মেনে এবং অপারেশন সিঁদুর সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করে রাখার উদ্দেশে সংসদে বিশেষ অধিবেশনের কথা ভাবছে মোদি সরকার। আর মঙ্গলবার জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে তৃণমূলের সংসদীয় দল। বৈঠকে এই সংসদ অধিবেশন নিয়েই আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছিল। সেই ধারণাই সত্যি হল মঙ্গলবার তৃণমূল সাংসদদের সাংবাদিক বৈঠকের পর। কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষরা জানালেন, ”আমরা মনে করছি, এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে সবটা জানানো দরকার। তাই আলোচনা করে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।”
কাকলি ঘোষ দস্তিদারের কথায়, ”পহেলগাঁওয়ে সেদিন যারা নিরীহ ২৬ জনকে গুলি করে মারল, সেই হামলাকারীরা তো ধরা পড়েনি এখনও। আজকে তারা কোথায়? সেই উত্তর তো পাওয়া যায়নি। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত। আমরা মনে করি, এটা খুবই প্রয়োজনীয়। আমরা সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। আমাদের সাংসদরা সই করেছেন তাতে। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় উদ্বেগের হয়ে উঠেছে।” শোনা যাচ্ছে, কেন্দ্রের প্রতিনিধিরা বিদেশ সফর সেরে ফিরলে বিশেষ অধিবেশনের দাবি তুলেছেন তৃণমূল সাংসদরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.