Advertisement
Advertisement
TMC

আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর! ‘গণতন্ত্রের উপর আঘাত’, ক্ষোভে ফুঁসছে ঘাসফুল শিবির

তৃণমূল কার্যালয়ে হামলার নেপথ্যে বিজেপি, দাবি শাসকদলের।

TMC party office allegedly vandalised in Tripura
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 7, 2025 6:59 pm
  • Updated:October 7, 2025 7:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। এদিন সোশাল মিডিয়ায় পদ্মশিবিরকে একহাত নিয়েছে বাংলার শাসকদল। সাফ জানিয়েছে,  গণতন্ত্রের উপর এই আঘাত তাঁরা মানবে না। এভাবে তাঁদের দমিয়ে রাখা যাবে না। তাঁরা পিছিয়ে যাবে না। জানা গিয়েছে, আগামিকাল ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।

Advertisement

 

জানা গিয়েছে, মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রীতিমতো লাঠি নিয়ে হামলা করা হয়। ছেঁড়া হয় তৃণমূলের পতাকা, ফ্লেক্স। কার্যালয়ের সামনে পড়ে থাকতে দেখা যায় সেগুলি। অভিযোগ, পুলিশ বাধা দিলেও কোনও লাভ হয়নি। তৃণমূলের দাবি, এই হামলার নেপথ্যে বিজেপি। এদিন এক্স হ্যান্ডেলে এই হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে শাসকদল। এদিন তৃণমূলের তরফে লেখা হয়, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা কার্যালয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের নৃশংস হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। ক্ষমতাসীনরা যখন তাঁদের বিরোধীদের স্তব্ধ করতে হিংসাকে হাতিয়ার করছে, তখন তারা শক্তি নয়, নিজেদের ভয় ও নৈতিক দেউলিয়াকেই প্রকাশ করছে।’

বিজেপিকে আক্রমণ করে আরও লেখা হয়েছে, ‘বিজেপি মুখে বলে ‘গণতন্ত্র বাঁচাও’, অথচ একের পর এক রাজ্যে তার ভিত্তিটাকেই জ্বালিয়ে দিচ্ছে। তাঁরা অফিস ভাঙতে পারে, পোস্টার ছিঁড়ে ফেলতে পারে, কর্মীদের ভয় দেখাতে পারে। কিন্তু তারা কখনও মুছে দিতে পারবে না সেই প্রতিরোধের চেতনা, যা প্রতিটি তৃণমূল কর্মীর রন্ধ্রে রন্ধ্রে বইছে।’ এরপরই সাফ জানানো হয়েছে, তৃণমূল কর্মীরা চুপ করে থাকবে না। তাঁরা পিছিয়ে যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ