Advertisement
Advertisement

Breaking News

Kerala By poll

ক্রমশ মাটি হারাচ্ছে গেরুয়া শিবির! কেরলের উপনির্বাচনে বিজেপিকে পিছনে ফেলল তৃণমূল

ঘর গোছাচ্ছে আপও।

TMC surpassed BJP in Kerala Bypoll
Published by: Paramita Paul
  • Posted:June 24, 2025 9:06 am
  • Updated:June 24, 2025 9:06 am  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: দেশের চারটি রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাতে কার্যত ধরাশায়ী নরেন্দ্র মোদি, অমিত শাহর দল। পাঁচ আসনের চারটিতেই ধরাশায়ী পদ্ম শিবির। এমনকি, গুজরাটের দু’টি আসনের মধ্য একটিতে হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। অন্যদিকে দেশের নির্বাচনের নিরিখে নতুন ইতিহাস তৈরির পথে তৃণমূল। কেরালায় বাম ও কংগ্রেসের পরে তৃতীয় স্থানে উঠে এলেন ঘাসফুলের প্রার্থী। বাংলায় প্রায় মুছে যাওয়ার পথে বিজেপি। কালীগঞ্জের উপনির্বাচন আরও একবার তা প্রমাণ করল। তবে গোটা দেশে যে বিজেপির অবস্থা আরও খারাপ হচ্ছে তা প্রমাণিত চার রাজ্যের উপনির্বাচনে।

গুজরাটের উপনির্বাচনে বিজেপির জয় ছিল নিশ্চিত। অথচ সেখানে ভিসাভাদর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করলেন আম আদমি পার্টি (আপ) প্রার্থী ইটালিয়া গোপাল। তিনি ১৭ হাজার ৫৫৪ ভোটে বিজেপি প্রার্থী কীরিট প্যাটেলকে পরাজিত করেন। যদিও গুজরাটের কাঁদি কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার ছাবড়া জয়লাভ করেছেন। আবার পাঞ্জাবের লুধিয়ানা আসনে আপ প্রার্থীর জয় সুবিধা করে দিল দলের সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালকে। আপ প্রার্থীর জয়ের ফেল কেজরির রাজ্যসভায় যাওয়া এখন প্রায় নিশ্চিত।

কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাম্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম নেতৃত্বাধীন পিনারাই বিজয়ন সরকারকে কড়া ধাক্কা দিয়েছে রাহুল গান্ধীর দল কংগ্রেস। এই কেন্দ্রটি একদা ওয়ানাড়ের সাংসদ এবং বর্তমানে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় কেন্দ্রের আওতায় পড়ে। সে কারণে কেন্দ্রটি কংগ্রেসের কাছে খুবই সম্মানরক্ষার লড়াই ছিল। নীলাম্বুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকত প্রায় ১১ হাজারের বেশি ভোটে জিতে মুখরক্ষা করেন। তিনি বামপ্রার্থী এম স্বরাজকে পরাস্ত করেন। আর কিছুকাল আগেই তৃণমূলে যোগ দেওয়া পিভি আনওয়ার বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে তৃতীয় স্থান পেয়েছেন। তিনি বাম জোট থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেওয়াতেই আসনটি খালি হয়েছিল।

বস্তুত, এই উপনির্বাচন ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধীদের ইন্ডিয়া জোটের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাসিড টেস্ট। বিশেষ করে আগামী বছরেই রয়েছে পশ্চিমবঙ্গ ও কেরল বিধানসভা ভোট। তার আগে বিজেপি ৪-১ ফলে হেরে যাওয়ায় দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে শাসক জোটে। পাঁচটিতেই প্রার্থী দিয়ে মাত্র একটি আসনে জিতেছে বিজেপি। বিধানসভার উপনির্বাচনে দেশে মোটের উপর খারাপ ফল করল কেন্দ্রীয় শাসকদল বিজেপি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বিপর্যস্ত অরবিন্দ কেজরিওয়ালের দল যখন অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে। সেই অবস্থায় ৫টি কেন্দ্রের উপনির্বাচনের দু’টিতে জিতে ফের ঝাড়ু হাতে রাজনীতির মঞ্চে উঠে এসেছে আপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement