সংবাদ প্রতিদিন ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের বার্তা বিভিন্ন রাজ্যে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে তৃণমূল (TMC)। সেই অনুযায়ী জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল ত্রিপুরাতেও (Tripura)। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একাধিক ৮২ জন তৃণমূলকর্মীকে আটক করা হয়। এমনকী, তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপির হামলার অভিযোগ উঠেছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে কৈলাস নগরে জমায়েত করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা আশিসলাল সিনহা-সহ অন্যান্য নেতারা। সেই সময় বিজেপি কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, ৮২ জন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ত্রিপুরার পুলিশ। এদিনের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শহিদ দিবসের বক্তৃতার শুরুতেই ত্রিপুরার সরকারকে বেঁধেন তৃণমূল নেত্রী। বলেন, “বিজেপিশাসিত রাজ্য অন্য কাউকে রাজনৈতিক কর্মসূচি করতে দেয় না। এটাই কি গণতন্ত্র? প্রত্যেক বিজেপি শাসিত রাজ্যে এটাই হচ্ছে।”
টুইটারে অভিষেক লেখেন, “বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল কর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা করি। কিন্তু এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না। শহিদ দিবসে তৃণমূলের তরফে আমি জানাতে চাই, শাসকের নিপীড়নের মুখে লড়াইয়ের জমি এক ইঞ্চিও ছাড়ব না। যা হওয়ার হয়ে যাক।”
We strongly condemn the attack on supporters in ruled states.
We will NOT be cowed down by such intimidation tactics!
On let me reiterate that TRINAMOOL will not budge an inch in its fight against the oppressive forces. COME WHAT MAY!
— Abhishek Banerjee (@abhishekaitc)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.