Advertisement
Advertisement
Kirti Azad

সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন দোলা সেন, গুরুত্ব বাড়ল কীর্তি আজাদেরও

সংসদে সেই 'জায়ান্ট কিলার' কীর্তির গুরুত্ব বাড়াল দল।

TMC's Kirti Azad and Dola Sen to head Parliament Committee
Published by: Subhajit Mandal
  • Posted:September 26, 2024 12:29 pm
  • Updated:September 26, 2024 4:26 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পাচ্ছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও দোলা সেন। বাণিজ্য এবং রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের জন্য বরাদ্দ করেছে সরকার। ওই দুই পদে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেনকে মনোনীত করছে রাজ্যের শাসকদল। 

Advertisement

অতীতে একাধিকবার দেখা গিয়েছে, সংখ্যা বলে সংসদের স্থায়ী কমিটিগুলিতে ব্রাত্য রাখা হচ্ছে বিরোধীদের। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হতে চলেছে। তৃণমূলের পাওয়ার কথা ছিল দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ। রাসায়নিক ও সার দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ কীর্তি আজাদকে দেওয়া হল। আর দোলা সেনকে দেওয়া হল বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ। 

বুধবার সকালে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে ফোনে কথা বলেন সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা হয় দুজনের। ওই বৈঠকেই ঠিক হয়, রাসায়নিক ও সার দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ রাখা হচ্ছে রাজ্যসভার সাংসদ দোলা সেনের জন্য।

কীর্তি আজাদ একটা সময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন কংগ্রেসে। ২০২১ সালের নভেম্বরে তৃণমূলে যোগ দেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে খানিক চমকপ্রদভাবেই তাঁকে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করে রাজ্যের শাসকদল। দিলীপ ঘোষের মতো হেভিওয়েটকে হারিয়ে সংসদে পা রাখেন তিনি। এবার সংসদে সেই ‘জায়ান্ট কিলার’ কীর্তির গুরুত্ব বাড়াল দল। অন্যদিকে দোলা সেন দলের পুরনো সৈনিক। দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ