সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা ৯টা-৫টার যুদ্ধের ছবিটা কি পালটাবে মুম্বইয়ে? অফিস টাইমে লোকাল ট্রেনের দৈনন্দিন দমচাপা ভিড়কে নিয়ন্ত্রণ করতে অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে বাণিজ্যনগরীতে। অফিসের ব্যস্ত সময়ের ওই প্রবল ভিড়কে সামলাতেই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠনের। প্রস্তাব, অফিসের সময় সকাল ৮টা থেকে ৪টে কিংবা ১০টা থেকে ৬টা রাখার জন্য। এতে লোকাল ট্রেনের বাদুড়ঝোলা পরিস্থিতির বদল হবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনায়েক জানিয়েছেন ইতিমধ্যেই শহরের বড় বড় কর্পোরেট হাউসের সঙ্গে বৈঠক করাও শুরু হয়েছে। টাস্ক ফোর্সে পরিবহণ দপ্তর, রেল ও প্রধান কর্পোরেট হাউসের প্রতিনিধিদের রাখা হয়েছে। রোজ মুম্বইয়ের শহরতলিতে সফর করেন প্রায় ৮০ লক্ষ যাত্রী। এর মধ্যে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা। ওই সময়ে মুম্বই ওয়েস্টার্ন, সেন্ট্রাল এবং হারবার শাখায় ভিড় থাকে অবর্ণনীয়। আর তাই অফিসের সময় বদলানোর কথা ভাবা হচ্ছে। আপাতত নির্দিষ্ট কিছু অঞ্চল ও সংস্থাতে এই পরিবর্তন করা হবে। সব ঠিক থাকলে গোটা শহর জুড়েই এই পরিবর্তন দেখা যাবে।
সব মিলিয়ে ৮০০ সংস্থাকে ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে। এর ফলে একটি নির্দিষ্ট সময়ে অসংখ্য মানুষের ভিড়ের ঘনত্ব কমবে। ফলে লোকাল ট্রেনে ওই সময়ে যাতায়াত করার সময় যে প্রবল নরক-যন্ত্রণা সইতে হয় যাত্রীদের, সেই অভিজ্ঞতা এবার থেকে অতীত হতে চলেছে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, জুনে অফিস টাইমে চলন্ত ট্রেন থেকে পড়ে চারজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক পরিস্থিতি যাতে আর না হয়, তাই এবার মহারাষ্ট্র সরকার এমন পরিবর্তনের পথে হাঁটতে চাইছে বলেই মনে করা হচ্ছে। এদিকে জানা গিয়েছে, মহারাষ্ট্রের সরকারি কর্মীদের অফিসে আসার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.