সোমনাথ রায়, নয়াদিল্লি: জগদীপ ধনকড়ের উত্তরসূরি খোঁজার তোড়জোড় শুরু। ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৭ আগস্ট নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর।
আজ, শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট। সেই মনোনয়নের স্ক্রুটিনি হবে ২২ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। নির্বাচন আগামী মাসের ৯ তারিখ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সাংসদরা।
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আচমকা ইস্তফা দেওয়ার পর মাঝপথেই রাজ্যসভার চেয়ারম্যান বাছতে নির্বাচন করতে হচ্ছে। ভারতের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার নির্দিষ্ট মেয়াদকাল শেষ হওয়ার আগে উপরাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে। দেশের সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ ফাঁকা হলে ৬ মাসের মধ্যে এই পদে নির্বাচন করাতে হয়। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত যিনি ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তাঁকেই উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব সামাল দিতে হয়। সেই মোতাবেক দায়িত্ব সামলাচ্ছেন হরিবংশ।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। পাশাপাশি, তাঁকে সমর্থন এবং তাঁর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানিয়েছে ছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.