Advertisement
Advertisement
Chhattisgarh

মাথার দাম ছিল ৮০ লক্ষ টাকা! ছত্তিশগড়ে খতম শীর্ষ দুই মাও-নেতা রাজু ও কোসা দাদা

সফল এই অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Top 2 Naxal leader killed in Chhattisgarh
Published by: Amit Kumar Das
  • Posted:September 23, 2025 9:09 am
  • Updated:September 23, 2025 9:21 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদের বিরুদ্ধে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ছত্তিশগড়ে যৌথবাহিনীর অভিযানে খতম মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। দু’জনের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে মোট ৮০ লক্ষ টাকা। এই দুই শীর্ষ নেতার মৃত্যু দেশে মাওবাদী সংগঠনের উপর জোরালো আঘাত বলে মনে করা হচ্ছে। সফল এই অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবর আসে গোয়েন্দাদের কাছে। সেইমতো অভিযানে নামে ছত্তিশগড় পুলিশের ডিআরজি ফোর্স এবং আইটিবিপি। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই প্রধান রাজু দাদা ও কোসা দাদার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল, একটি INSAS রাইফেল, একটি BGL লঞ্চার, প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ৬৩ ও ৬৭ বছর বয়সি এই দুই মাও নেতা তেলেঙ্গানার বাসিন্দা। কয়েক দশক ধরে দেশে একাধিক মাও অভিযানের মাস্টারমাইন্ড ছিল এরা।

মাওবাদের বিরুদ্ধে সফল এই অভিযানে নিরাপত্তাবাহিনীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদের বিরুদ্ধে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। দুই কেন্দ্রীয় কমিটির সদস্য দুই মাও নেতা কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং কাদারি সত্যনারায়ন রেড্ডির মৃত্যু হয়েছে যাদের প্রত্যেকের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। আমাদের নিরাপত্তাবাহিনী লাল সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।’ এক্স হ্যান্ডেলে নিরাপত্তাবাহিনীর প্রশংসা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরও গতি পেয়েছে। ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদীর। গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি, পাশাপাশি আত্মসমর্পণ করেন ৮৩৭ জন। ২৪-এর পর ২০২৫ সালে অভিযানের ঝাঁজ আরও বেড়েছে। রিপোর্ট বলছে, গত ৯ মাসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ২১০ জন মাওবাদীর। এদের মধ্যে শুধুমাত্র ছত্তিশগড়ে ১৩ জন শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। যাদের মাথার ন্যূনতম ২০ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ