ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনা আক্রান্তের সংখ্যায় ১৫ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল ভারত। এর আগে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিলে ১৫ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই ধারা এখনও অব্যাহত। আনুমানিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ফের ৪৮ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
The total number of COVID19 active cases in India is 5,09,447, discharged/migrated cases 9,88,030 and 34,193 deaths: Ministry of Health
Advertisement— ANI (@ANI)
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৪৮ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯ জন। এদের মধ্যে ৯ লক্ষ ৮৮ হাজার ২৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ০৯ হাজার ৪৪৭ জন। এই নিয়ে টানা প্রায় দশদিন ধরে প্রতিদিন ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৬৮ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৪ হাজার ১৯৩ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। এদিকে এখনও পর্যন্ত প্রায় পৌনে দু’কোটি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষের।
The total number of samples tested up to 28th July is 1,77,43,740 including 4,08,855 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.