Advertisement
Advertisement

Breaking News

Nepal

জ্বলছে এভারেস্টের দেশ, পুজোর মুখে শিকেয় পর্যটন

নেপাল হিংসায় শিয়েক পর্যটন।

Tourism business stop due to Nepal violence
Published by: Amit Kumar Das
  • Posted:September 10, 2025 10:29 am
  • Updated:September 10, 2025 4:36 pm   

নব্যেন্দু হাজরা: ডিসেম্বরের গোড়ায় বিয়ে। হানিমুনে নেপাল যাওয়ার কথা ছিল। কাঠমান্ডুর দরবার স্কোয়ারে দাঁড়িয়ে কোথায় ছবি তুলবেন তাও ঠিক করে রেখেছিলেন। আর মঙ্গলবার টিভির পর্দায় সেই কাঠমান্ডুই জ্বলতে দেখছেন আইটি কর্মী সায়ন ভট্টাচার্য। আপাতত নেপালের হানিমুন ট্রিপ বাতিল। ফের ভাবতে হচ্ছে কোথায় যাবেন!

Advertisement

পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে নেপালে। বেশিরভাগ ক্ষেত্রেই ৬ রাত ৭ দিনের প‌্যাকেজ টু‌রে নেপাল দেখা। রবিবারও কেউ কেউ বুকিং করেছেন বেড়াতে যাওয়ার। কিন্তু এক রাতের ব‌্যবধান। মঙ্গলবার সকাল থেকেই বুকিং বাতিলের হিড়িক। টাকা নষ্ট হলে হোক। কিন্তু নেপাল যেতে চান না তাঁরা।

বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। আর তারই আঁচ পর্যটনের ব‌্যবসায়। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ থেকে বহু পর্যটক নেপাল বেড়াতে যান। কাঠমান্ডু, পোখরা, নাগরকোট, এভারেস্ট বেস ক‌্যাম্প, লুম্বিনি, অন্নপূর্ণা পর্বতশ্রেণি–আরও অনেক অনেক বেড়ানোর জায়গা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মূলত বেড়ানোর জন‌্য আদর্শ সময় এখানে। তবে সারা বছরই পর্যটক ভিড় করেন নেপালে। নেপাল টু‌রিজম বোর্ডের তথ‌্য বলছে, ভারত থেকে শুধু আগস্ট মাসেই ৩৫ হাজার ৫০৫ জন পর্যটক নেপাল বেড়াতে গিয়েছিলেন। যা তার আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। এদেশের অর্থনীতির একটা বড় মাধ‌্যম পর্যটন। কিন্তু সেই পুজোর মুখেই পর্যটনে কপাল পুড়ল এভারেস্টের দেশের। নেপাল জ্বলছে। তাতে ওই দেশে আটকেও পড়েছেন বহু পর্যটক। ভারতীয় নাগরিকদের আপাতত নেপাল যেতে বারণ করল বিদেশ মন্ত্রক। যাঁরা সেই দেশে রয়েছেন, তাঁদের ঘরের বাইরে বার হতেও নিষেধ করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। তাও যে সমস্ত পর্যটন ব‌্যবসায়ীরা পর্যটক নিয়ে গিয়েছেন, তাঁরা আতঙ্ক রয়েছে। ইতিমধ্যেই শিলিগুড়ি-কাঠমান্ডু যে বাস পরিষেবা এনবিএসটিসি-র চালু হয়েছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্যু‌র অপারেটররা জানাচ্ছেন, গত কয়েকবছর ধরে ক্রসবর্ডার টু‌রিজম ভালোই শুরু হয়েছিল। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই সার্কিটে পর্যটক নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু প্রথমে শ্রীলঙ্কা, গতবছর বাংলাদেশ আর এবার নেপাল। কার্যত মুখ থুবড়ে পড়বে পর্যটন ব‌্যবসা। কবে পরিস্থিতি ঠিক হবে কেউ জানেন না। আরেক পর্যটন ব‌্যবসায়ীর কথায়, বুদ্ধিস্ট সার্কিট ঘুরতে যেতে চান প্রচুর মানুষ। নেপালের পরিস্থিতি তাঁদের এই ঘুরতে যাওয়ায় অন্তরায় হয়ে দাঁড়াল। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুরের প্রাচীন আকর্ষণ, চিতওয়ানের বন্যপ্রাণীর বিস্ময় এবং সাগরমাথার সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোর কয়েকটির অবস্থানও এখানে। দুঃসাহসী অভিযান পছন্দ করেন, এমন মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে আছে এই দেশ। পুজোর ছুটি মানেই অনেকের কাছে বেড়াতে যাওয়া। এই সময় বাঙালি পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন নেপাল। কিন্তু এবার আপাতত সেখানে ছেদ। হিমালয়ান হসপিট‌্যালিটি অ‌্যান্ড টু‌রিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান‌্যাল বলেন, ‘‘গত দু’বছর ধরে নেপালে ভারতীয়, বিশেষত বাঙালি পর্যটকদের যাতায়াতের সংখ্যা বাড়ছিল। ওদের অর্থনীতিও পর্যটনের উপর অনেকটা নির্ভরশীল। এই ঘটনায় নেপালের পর্যটন ধাক্কা খাবে।’’ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস-এর বেঙ্গল চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, ‘‘নেপালের এই ঘটনা পর্যটন শিল্পের উপর ব‌্যাপক প্রভাব ফেলবে। সাধারণ মানুষ আতঙ্কিত। এই পরিস্থিতিতে তাঁরা এখন যেতে চাইবেন না।’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ