সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! দশমীর দিন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল মোট ১৬ জনের। মধ্যপ্রদেশের ঘটনায় ১০ জন নাবালক-সহ ১৩জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশে জলে তলিয়ে মৃত্যু হয়েছে তিন যুবকের। যোগীরাজ্যের ঘটনায় নিখোঁজ ৫জন।
মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমার বিসর্জনে সময় দু’টি পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১০ জন নাবালক। উজ্জয়িনীর কাছে নোগোরিয়া এলাকায় ট্র্যাক্টর করে প্রতিমা বিসর্জনে নিয়ে যাওয়া হয়। চম্বল নদীর ধারে সেটি দাঁড় করানো ছিল। ১২ বছরের এক নাবালক ভুল করে গাড়িটি চালিয়ে দেয়। ট্র্যাক্টরটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। তলিয়ে যেতে থাকে সবাই। স্থানীয় বাসিন্দারা ১১ জনকে উদ্ধার করে। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১জনের মধ্যে জনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ।
অন্যদিকে, মধ্যপ্রদেশেরই খান্ডোয়া জেলার আরদলা ও জামলি গ্রামের ২০-২৫ জন গ্রামবাসীর একটি দল বিসর্জনের শোভাযাত্রা বার করে। ট্রাক্টরটি একটি পুকুরে উলটে যায়। যার ফলে ১১জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে ৮জন নাবালিকা। অনেকে নিখোঁজ। দু’টি মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু ৪লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। ঘটনায় মৃতদের ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
অন্যদিকে, উত্তরপ্রদেশের আগ্রাতেও মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিমা নিরঞ্জনে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছে তিন যুবকের। পাঁচজন এখন নিখোঁজ। একজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিমা নিয়ে জলে নামে ৯জন। গভীর নদীতে যাওয়ার পরই জলের স্রোতে তাঁরা তলিয়ে যেতে থাকে। পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। তবে একজনকে বাঁচানো গিয়েছে। তিনজনের মৃত্যু হয়েছে। পাঁচজন নিখোঁজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.