Advertisement
Advertisement
Madhya Pradesh

হাসপাতালের ভিতরেই নার্সকে কুপিয়ে ‘খুন’, চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশে

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Trainee Nurse Stabbed To Death In Madhya Pradesh
Published by: Subhodeep Mullick
  • Posted:June 28, 2025 4:37 pm
  • Updated:June 28, 2025 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের ভিতরেই কর্তব্যরত এক নার্সকে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মৃতের নাম সন্ধ্যা চৌধুরি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা ওই হাসপাতালে ট্রেনি নার্স হিসাবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি হাসপাতালে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের জানান, এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে এক যুবকের সঙ্গে তার বচসা বাধেঁ। কিছুক্ষণ পরই ওই যুবক পকেট থেকে একটি ধারাল ছুরি বার করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সন্ধ্যা। এরপরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। সন্ধ্যার আর্তনাদ শুনে সেখানে ছুটে আসেন আরও লোকজন। তড়িঘড়ি তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। আততায়ীর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। তবে ভর্তির কিছুক্ষণ পর হাসপাতালেই সন্ধ্যার মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে যুবতীকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement