Advertisement
Advertisement
Visakhapatnam

বেহাল পথে ঢোকে না অ্যাম্বুলেন্স, প্রসূতিকে বাঁশের ঝোলায় হাসপাতালে পৌঁছালেন গ্রামবাসীরা!

বেহাল রাস্তার কথা প্রশাসনকে বার বার জানিয়েও লাভ হয়নি, অভিযোগ গ্রামবাসীদের।

Tribals carry pregnant woman on doli in Visakhapatnam Hospital
Published by: Kishore Ghosh
  • Posted:December 3, 2024 4:15 pm
  • Updated:December 3, 2024 4:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো। সেই ভারতেই গ্রাম থেকে হাসপাতালে পৌঁছনোর মতো রাস্তা নেই। বাধ্য হয়ে এক প্রসূতিকে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন গ্রামবাসীরা। শ্রীহরিকোটা থেকে খুব দুরে নয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বোধিগারুভু গ্রাম। সেখানেই অ্যাম্বুলেন্স ঢোকার মতো রাস্তা না থাকায় ঝোলায় করে প্রসূতিকে হাসপাতালে পৌঁছানো হল।

Advertisement

আদিবাসী অধ্যূষিত গ্রাম বোধিগারুভু। দীর্ঘদিন ধরেই সেখানে রাস্তা নেই বলে অভিযোগ। গাড়ি, অ্যাম্বুলেন্স তো দূর, হাঁটার মতো পরিস্থিতিও নেই। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানানো হয়েছে। যদিও তাতে কোনও কাজ হয়নি। এই অবস্থায় গ্রামের কেউ অসুস্থ হলে চিন্তায় পড়েন স্থানীয়রা। একই রকম পরিস্থিতি হয় যখন সোমবার প্রসববেদনা ওঠে এক মহিলার।

প্রতিবেশীরা দ্রুত সিদ্ধান্ত নেন, যখন অ্যাম্বুলেন্স ঢোকার মতো রাস্তা নেই, তখন বাসের ঝোলায় চাপিয়ে প্রসূতিকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই মতোই গ্রামের কাঁচা রাস্তা, জঙ্গল, নদী পেরিয়ে দূরের হাসপাতালে নিয়ে যাওয়া ওই তরুণীকে। কিন্তু এভাবে আর কতদিন? প্রশ্ন গ্রামবাসীদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ