Advertisement
Advertisement
Tripura

বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন ত্রিপুরায়! ভিনরাজ্য থেকে গ্রেপ্তার অভিযুক্ত

ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে এলাকার একটি ধানক্ষেতে পুঁতে ফেলা হয়।

tripura 14 months old girl chilld physicaly assaulted and murdered

প্রতীকী ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 13, 2025 9:25 am
  • Updated:October 13, 2025 9:25 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় প্রতিবেশীর লালসার শিকার দেড় বছরের শিশু। রবিবার, উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় ১৪ মাস বয়সি ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অসমের নীলামবাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement

শনিবার ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন, পানিসাগর থানার অফিসার-ইস-চার্জ সুমন্ত ভট্টাচার্য। তিনি বলেন, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে এলাকার একটি ধানক্ষেতে পুঁতে ফেলা হয়।

জানা গিয়েছে, শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে নিয়ে যায় ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তিন ঘণ্টা পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরে শিশুটির বাবা-মা। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ওই শিশুর খোঁজ করা শুরু করেন।

সেই সময়, ধানক্ষেত থেকে পাওয়া যায় ওই শিশুটির নিথর দেহ। ময়নাতদন্তের পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ