Advertisement
Advertisement
Tripura CPIM MLA

‘একটা রাতের জন্য…’, মহিলাকে ‘কুপ্রস্তাব’ ত্রিপুরার সিপিএম বিধায়কের, তোলপাড় রাজ্য রাজনীতি

কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিধায়কের দাবি, 'হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছিল।'

Tripura CPIM MLA made inappropriate approach to women
Published by: Subhajit Mandal
  • Posted:June 12, 2025 2:50 pm
  • Updated:June 12, 2025 2:50 pm  

প্রণব সরকার, আগরতলা: বাংলার বংশগোপাল চৌধুরীর পর ত্রিপুরার নয়ন সরকার। ফের মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিরোনামে প্রভাবশালী বাম নেতা। ত্রিপুরার তরুণ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের এক মহিলাকে নিয়ে ভিনরাজ্যে গিয়ে রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন।

অভিযোগ, ত্রিপুরার বামুটিয়া কেন্দ্রের সিপিএম বিধায়ক নয়ন সরকার চাকরি দেওয়ার নামে এক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছেন। ওই মহিলার সঙ্গে সিপিএম বিধায়কের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও ভাইরাল হয়েছে। সেই চ্যাটে স্পষ্টতই দেখা যাচ্ছে বাম বিধায়ক যুবতীকে গুয়াহাটিতে গিয়ে একসঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিচ্ছেন। তরুণীর অভিযোগ, একটা চাকরির জন্য বিধায়ককে ফোন করেছিলেন তিনি। তখন তাঁর নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেন বিধায়ক। তিনি স্বামীকেও বিষয়টি জানিয়েছেন। পুলিশেও অভিযোগ জানিয়েছেন পরবর্তী সময়ে। এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ওই যুবতী। তাঁর অভিযোগ, বিধায়কের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে এখন বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

ভাইরাল সেই চ্যাটের স্ক্রিনশট।

যদিও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নয়ন সরকার। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। তাঁর হোয়াটসঅ্যাপ নাকি হ্যাক হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। হ্যাকের অভিযোগের সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু করেছে।

এদিকে এই ইস্যুতে সিপিএম এখনও নীরব। দলের বিধায়কের পক্ষে দাঁড়িয়ে এখনও সিপিএমের কোন নেতা মুখ খোলেননি। দলের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। এই নয়ন সরকার দলের তরুণ মুখ। এবার প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। বামুটিয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement