সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ধরপাকড়। গ্রেপ্তার তামিলাগা ভেভট্রি কাজগম (TVK)-এর করুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড, সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া টিভিকে-র সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
অভিনেতা বিজয়ের বিরুদ্ধেও উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এফআইআরে উল্লেখ রয়েছে, জেলায় অনেকক্ষণ আগে পৌঁছন বিজয়। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছতে প্রায় ঘণ্টাচারেক দেরি করেন তিনি। তার ফলে স্বাভাবিকভাবেই অধৈর্য হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকলে। আর তার ফলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়াই রোড শো করার অভিযোগও রয়েছে। এদিকে, কারুরেএই মর্মান্তিক দুর্ঘটনার পর সোমবার সকালে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি ফোন আসে। ইস্ট কোস্ট রোড এলাকার পুলিশ জানিয়েছে, ফোন করে হুমকিদাতা জানান, অভিনেতার বাড়িতে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি করে। কিন্তু কিছু মেলেনি।
প্রসঙ্গত, শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। জানা যাচ্ছে, এই সভাস্থলে ১০ হাজার মানুষ আসতে পারেন বলে অনুমান করেছিল কর্তৃপক্ষ। তবে বাস্তবে দেখা যায়, সেখানে ২৭ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যে বিজয়ের অপেক্ষায় সকাল থেকে এত মানুষ হাজির হলেও, বিজয় এসে পৌঁছন সন্ধ্যা ৭টায়। দীর্ঘক্ষণ সাধারণ মানুষ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকলেও কোনওরকম ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফে। এই অবস্থায় বিজয় সেখানে প্রবেশ করার পর ভাষণ দিতে শুরু করলে সামনের দিকে এগিয়ে আসতে থাকে জনতা। মুহূর্তে পরিস্থিতি গুরুতর আকার নেয়। ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ জনের, আহত হন আরও শতাধিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.