সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের (Twitter) তথ্য নিরাপত্তায় বড়সড় গলদ। মাঝরাতে হ্যাক হয়ে গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। শনিবার রাত ২টো ১১মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটি বিতর্কিত পোস্ট করা হয়। পোস্টটি প্রায় ৩ মিনিট মোদির টাইমলাইনে ছিল। যদিও, তারপরই টুইটার কর্তৃপক্ষ মোদির অ্যাকাউন্ট রিস্টোর করে।
মোদির (Narendra Modi) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নেপথ্যে কারা, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাণ্ডটি ঘটিয়েছে বিটকয়েন মাফিয়ারা। কারণ, মাঝরাতে মোদির টুইটারে পোস্ট করে ঘোষণা করা হয়েছিল, ভারত সরকার বিটকয়েনকে (Bitcoin) বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, ওই টুইটে আরও বলা হয়, ভারত সরকার নিজে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কিনে তা সাধারণ নাগরিকদের মধ্যে বিলিয়ে দেবে। মিনিট তিনেক বাদে সেই পোস্টটি ডিলিট করে টুইটার কর্তৃপক্ষ।
পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে, মোদির নিজস্ব টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। টুইটার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট দ্রুত পুনরুদ্ধার করা হয়। ওই সামান্য সময়ে যে টুইট শেয়ার করা হয়েছে, সেটা যেন এড়িয়ে চলা হয়। সূত্রের খবর, কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিশেষ টিম হ্যাকিংয়ের উৎস খোঁজার চেষ্টা করছে।
The Twitter handle of PM was very briefly compromised. The matter was escalated to Twitter and the account has been immediately secured.
In the brief period that the account was compromised, any Tweet shared must be ignored.
— PMO India (@PMOIndia)
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেও হ্যাকিংয়ের কবলে পড়েছেন। গতবছর সেপ্টেম্বর মাসে মোদির (PM Modi) নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। টুইটারে Narendramodi_in নামে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের এই অ্যাকাউন্টটি রয়েছে। ফলোয়ার্সের সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। সেই অ্যাকাউন্টটি হ্যাক করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করোনা ত্রাণ তহবিলের জন্য অনুদান সংগ্রহের নামে টাকা তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই ঘটনার নেপথ্যেও ছিল এই বিটকয়েন মাফিয়াদের হাত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.