সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেটার নয়ডা থেকে দুই চিনা নাগরিককে আটক করল পুলিশ। পাঠানো হল ডিটেনশন সেন্টারে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তাঁরা ভারতে থেকে গিয়েছেন।
শুক্রবার পুলিশ জানিয়েছে, গত বুধবার ওই দুই চিনা নাগরিকের পাসপোর্ট ও ভিসা (Visa) সংক্রান্ত বিভিন্ন নথি পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে তাঁদের ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তারপরেও তাঁরা বেআইনিভাবে ভারতে রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই চিনা নাগরিকের নাম ড্যাং ছংকং এবং মেং শউগুও। দু’জনেরই বয়স তিরিশের কাছাকাছি। তাঁরা গ্রেটার নয়ডার (Greater Noida) গ্রিনউডস সোস্যাটির সেক্টর ওমেগা ওয়ানে থাকতেন। ভারতে তাঁরা চিনের মোবাইল সংস্থা অপ্পোর (Oppo) হয়ে কাজ করতেন। ই-বিজনেস ভিসা নিয়ে ছয় মাসের জন্য ভারতে আসেন তাঁরা। গত এপ্রিলেই তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।
উল্লেখ্য, ওই দুই চিনা নাগরিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। তাঁদের আটক করার পর দিল্লির আর কে পুরমের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.