Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে লাইনচ্যুত সবরমতী জন সাধারণ এক্সপ্রেস, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

ফের রেল দুর্ঘটনা!

Two coaches of JanSadharan Express derail in Uttar Pradesh
Published by: Subhodeep Mullick
  • Posted:August 1, 2025 7:25 pm
  • Updated:August 1, 2025 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা! এবার উত্তরপ্রদেশে লাইনচ্যুত সবরমতী জন সাধারণ এক্সপ্রেস। শুক্রবার বিকেলে কানপুর-টুন্ডলা স্টেশনের মাঝে ট্রেনটির দু’টি কামরা লাইনচ্যুত হয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

জানা গিয়েছে, এদিন বিকেলে ট্রেনটি পাঙ্কি স্টেশন থেকে ভাউলপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ কানপুর-টুন্ডলা স্টেশনের মাঝে ট্রেনটির দুটি কামরা আচমকা লাইনচ্যুত হয়ে যায়। এরপরই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সেটি থেমে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারপরই লাইনচ্যুত হওয়ার খবরটি জানা যায়। মনে করা হচ্ছ, ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, গার্ড ভ্যানের ঠিক পরে পঞ্চম ও ষষ্ঠ কামরা দু’টি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

রেল সূত্রে খবর, সেখানে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত কামরা দু’টিকে সরানোর জন্য সেখানে উপস্থিত হয়েছে একটি বিশেষ দল। লাইনের কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার জেরে রেল পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি। তবে রেলের তরফে ইতিমধ্যেই কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement