Advertisement
Advertisement
Mumbai

মুম্বইয়ে নাকা তল্লাশির সময় চক্ষু চড়কগাছ! গাড়ি থেকে উদ্ধার ২ কোটি টাকা, গ্রেপ্তার দুই

বিপুল টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা এখনও জানা যায়নি।

Two detained in Mumbai after 2 crore in cash found in car
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 25, 2025 3:58 pm
  • Updated:May 25, 2025 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাকা তল্লাশি চালানোর সময় চক্ষু চড়কগাছ পুলিশের! একটি গাড়ি থেকে উদ্ধার হল নগদ ১ কোটি ৯৭ লক্ষ টাকা। গাড়িতে থাকা দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের বুলধানা জেলা থেকে এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

জানি গিয়েছে, মালকাপুর থানার ইনস্পেক্টর গণেশ গিরি খবর পান একটি আরটিকা গাড়ি করে বিপুল পরিমাণ নগদ টাকা পাচার করার জন্য নিয়ে যাওয়া হবে। সেই মতো গাড়িটি যে পথে যেতে পারে সেই সব জায়গায় নাকা তল্লাশি শুরু করা হয়। এরই মধ্যে সন্দেহভাজন গাড়িটি ওই এলাকায় পৌঁছতেই সেটিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই নগদ ১ কোটি ৯৭ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা দু’জনকে আটক করার পাশাপাশি গাড়ি ও টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকঘণ্টা ধরে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পরও তারা টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে বাজেয়াপ্ত হওয়া টাকাগুলি আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়। এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement