Advertisement
Advertisement

Breaking News

Earthquake

মধ্যরাতে জোড়া ভূমিকম্প! কেঁপে উঠল মণিপুর, কম্পন বাংলাদেশেও

মেঘালয়, ত্রিপুরা, অসমের পাশাপাশি কম্পন অনুভূত হয় পড়শি বাংলাদেশেও।

Two Earthquakes in nearly 30 minutes jolt Manipur
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 28, 2025 9:45 am
  • Updated:May 28, 2025 9:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। মঙ্গলবার রাত ১ টা ৫৪ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। রাত ২ টো ২৬ নাগাদ পরবর্তী ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৫। মাঝরাতে পর পর ভূমিকম্পের জেরে আতঙ্গ ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসেন সধারণ মানুষ। মেঘালয়, ত্রিপুরা, অসমের পাশাপাশি কম্পন অনুভূত হয় পড়শি বাংলাদেশেও। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। ভূপৃষ্ট থেকে ৪০ কিলোমিটার নীচে।

দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মণিপুরের ননীতে। রিখটার স্কেলে ২.৫ তীব্রতার ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিলোমিটার নিচে। আধঘণ্টার ব্যবধানে পরপর দু’টি ভূনিকম্পের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ৫ মার্চ এক ঘণ্টার ব্যবধানে দু’বার কেঁপে উঠেছিল মণিপুর। দুটি ভূমিকম্পেরই উৎসস্থল ছিল কামজং জেলা। রিখটার স্কেলে ৫.৭ ও ৪.১ মাত্রার ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে সেসময় ও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিন মাসের মধ্যে মধ্যরাতে ফের একবার জোড়া কম্পন অনুভূত হল মণিপুরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement