Advertisement
Advertisement

কাশ্মীরে গ্রেপ্তার দুই পাক জঙ্গি

ভারতে নেটওয়ার্ক বিস্তারের কাজ করত এই দুই জঙ্গি!

Two Jaish over ground workers arrested in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 3, 2017 6:57 am
  • Updated:March 3, 2017 6:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে আবারও গ্রেপ্তার হল দুই জৈশ জঙ্গি। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মারণাস্ত্র।

Advertisement

এই দুই জৈশ-ই-মহম্মদের সদস্য কাশ্মীরে থেকে সংগঠনের কার্যকলাপকে প্রসারিত করত বলেই জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু সাংঘাতিক অস্ত্র। বর্তমানে ওই দুই জঙ্গিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই দুই জঙ্গিকে জেরা করা হবে বলেও জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস