Advertisement
Advertisement
Jammu and Kashmir

ফের বানচাল অনুপ্রবেশের ছক! কাশ্মীরে সেনা-পুলিশের যৌথ অভিযানে খতম ২ পাক জঙ্গি

ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ।

Two Terrorists Killed By Security Forces During Infiltration Bid In Jammu and Kashmir
Published by: Subhodeep Mullick
  • Posted:August 28, 2025 9:03 am
  • Updated:August 28, 2025 9:28 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়ায় আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা জেহাদিদের। কিন্তু নাশকতার ছক ভেস্তে দিয়ে ২ পাক জঙ্গিকে খতম করেছে সেনা এবং কাশ্মীর পুলিশ। এলাকা ঘিরে এখনও চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে সেনার তরফে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

সেনা সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর উপত্যকায় জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান। জেহাদির জাল ছিঁড়তে বদ্ধপরিকর বাহিনী। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়ার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে সেনা এবং কাশ্মীর পুলিশ। তারপরই গুলি লড়াইয়ে নিকেশ করা হয়েছে ২ পাক জঙ্গিকে। এলাকা ঘিরে এখনও চলছে তল্লাশি।

সম্প্রতি শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়েছিল তারা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই ডিভাইসের মাধ্যমে জঙ্গিদের লোকেশন জেনে নিয়েই অপারেশন চালায় সেনা। লোকসভায় এই বিষয়ে বিবৃতিও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছিল, সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ