Advertisement
Advertisement
Uddhav Thackeray

‘দেশপ্রেম নিয়ে ব্যবসা হচ্ছে’, ভারত-পাক ম্যাচের প্রতিবাদে রাস্তায় নামছে উদ্ধব সেনা

সাড়ে ৩ দশক আগে বালাসাহেব ঠাকরে ভারত-পাক ম্যাচ ভণ্ডুল করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে আসেন।

Uddhav Thackeray announces protest over India-Pak match in Maharashtra
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2025 5:43 pm
  • Updated:September 13, 2025 5:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে ৩ দশক আগে বালাসাহেব ঠাকরে ভারত-পাক ম্যাচ ভণ্ডুল করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে আসেন। গত সাড়ে ৩ দশকে একাধিকবার ভারত-পাক ক্রিকেট ম্যাচের বিরোধিতায় সরব হয়েছে অবিভক্ত শিব সেনা। এবার বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধবও একই পথে। তিনিও ভারত-পাক ম্যাচ ভণ্ডুল করতে চান। এবার ম্যাচ আমিরশাহীতে। তাই পিচ খোঁড়াখুঁড়ি সম্ভব নয়। উদ্ধব তাই রাস্তায় নেমে ওই ম্যাচ রুখতে প্রতিবাদ জানাবেন।

Advertisement

পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে। এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। যারা ভারত-পাক ম্যাচের বিপক্ষে, সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম উদ্ধব ঠাকরের।

শনিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে ভারত-পাক ম্যাচ নিয়ে কেন্দ্রকে রীতিমতো তুলোধোনা করলেন উদ্ধব ঠাকরে। শিব সেনার উদ্ধব শিবিরের প্রধান বললেন, “আমাদের প্রধানমন্ত্রীই বলেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তাহলে যুদ্ধ আর খেলা একসঙ্গে হচ্ছে কী করে? ওরা আসলে দেশপ্রেমের ব্যবসা করছে। শুধুই টাকার জন্য দেশপ্রেমকে বেঁচে দিচ্ছে। দেশপ্রেমের নামে রসিকতা হচ্ছে।”

উদ্ধবের ঘোষণা, ভারত-পাক ম্যাচের প্রতিবাদে রাস্তায় নামবে শিব সেনার মহিলা কর্মীরা। ওই ম্যাচ বয়কটের দাবিতে প্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিলা শিব সৈনিকরা সিঁদুর পাঠাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ