সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধী পরিবারের জামাতা রবার্ট বঢরার ‘ঘনিষ্ঠ’ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারিকে পলাতক ঘোষণা করলে দিল্লির এক আদালত। ইডির আর্জি মেনে ওই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ওই বিশেষ আদালত। এর ফলে ইউপিএ জমানায় প্রতিরক্ষাক্ষেত্রে ৪০০ কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত সঞ্জয়কে ভারতে আনা সহজ হবে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) গোয়েন্দারা।
এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে অস্ত্র ভাণ্ডারি সঞ্জয়। ২০২০ সালে ১৫ জুলাই ইংল্যান্ডে গ্রেপ্তার হয় সঞ্জয়কে। ১.২ মিলিয়ন ডলার জমা দিয়ে, পাসপোর্ট জমা রেখে তিনি সেবার জামিন পেয়েছিলেন। এর পর থেকে সেন্ট্রাল লন্ডনে গৃহবন্দি অবস্থায় থাকছিলেন। রোজ থানায় দেখা করতে হত তাঁকে। ভারত সরকার তাঁকে দেশে ফেরানোর মরিয়া চেষ্টা করছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ (UPA) জমানায় প্রতিরক্ষাক্ষেত্রে চুক্তির জন্য ৪০০ কোটি টাকা বিদেশি সংস্থার কাছে পেয়েছিলেন তিনি। বিদেশে গা ঢাকা দিয়েছিলেন। দুবাইতে একাধিক সংস্থার সঙ্গে অবৈধ লেনদেন করেন বলেও অভিযোগ।
এর আগে সঞ্জয়কে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনিস্টার আদালত। কিন্তু তারপরও আইনি জটিলতায় তাঁকে দেশে ফেরানো যায়নি। ইডি আধিকারিকদের ধারণা, ভারতের আদালতে পলাতক ঘোষিত হলে তাঁকে ভারতে প্রত্যর্পণে সুবিধা হবে।
অভিযোগ, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার সঙ্গে সঞ্জয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল। লন্ডনে সঞ্জয়ের কাছ থেকে সস্তায় বাংলো কিনেছিলেন রবার্ট, এমন দাবি ওঠে। এমনকী কিছুদিন আগে অর্থ পাচার মামলায় রবার্টকে সমন পাঠিয়েছিল ইডি। সেই মামলাতেও সঞ্জয়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং আর্থিক লেনদেনের বিষয়ে অভিযোগ রয়েছে। ফলে সঞ্জয়ের প্রত্যর্পণ চাপ বাড়তে পারে রবার্টের উপর। যদিও সব অভিযোগই বারবার প্রত্যাখ্যান করেছেন রবার্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.